Songs and musical hub
Title: | Jiboner Dame Kena l জীবনের দামে কেনা |
---|---|
Singer: | Pantha Kanai |
Lyricist: | N.I. Bulbul |
Composition: | Antu Gulandaz |
Music Arrangement: | Antu Gulandaz |
Label: | Gaan Janala |
শিল্পী পান্থ কানাই এর কণ্ঠে “জীবনের দামে কেনা” শিরোনামের গানটি নিয়ে gaan janala এর পক্ষ থেকে গান জানালা এর চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা :
পান্থ কানাইয়ের সাথে আমার সরাসরি কখনো কথা হয়নি। তবে যতটুকু মনে পড়ে (যদি ভুল না করি) , ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিলো আজ থেকে ২৫ বছর আগে । বেইলি রোডে ডিজিটোন স্টুডিওতে।
লাকী আখন্দের সুরে আমার লিখা “লিখতে পারিনা কোনো গান তুমি ছাড়া” গানটিতে জেমস voice দিচ্ছিলো। সেদিন জেমস এর সাথে পান্থ কানাই সহ আরও একজন এসেছিল স্টুডিওতে ।
তার বেশ কিছু সময়ের পরে গ্রীনরোড-পান্থপথ এলাকায় পান্থ কানাইয়ের বাসায় আমি গিয়েছিলাম, ওর জীবনের কোনো এক বিষাদময় দিনে। এসবের কিছুই হয়তো পান্থ কানাইয়ের মনে থাকার কথা নয়।
যাই হোক, ভালো লাগছে যে “ জীবনের দামে কেনা” শিরোনামের একটি গান , gaan janala-এর YouTube channel এবং facebook page-এ অবমুক্ত হচ্ছে আসছে ২০ শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা বেলায়। পান্থ কানাইয়ের জন্য রইলো শুভেচ্ছা ।
একথা বলতে পারি , এস আই বুলবুল এর লিখা এবং অন্তু গোলন্দাজ এর সুরে তৈরী একটি সুন্দর গান হয়েছে। সেই জন্য গীতিকবি বুলবুল এবং সুরকার-সংগীতায়জক অন্তুকে ধন্যবাদ জানাচ্ছি।
আর এটাও উল্লেখ্য যে , পান্থ কানাইয়ের কণ্ঠে গানটি আরো প্রাণবন্ত এবং অর্থবহ লেগেছে।
পান্থ কানাইয়ের সুরেলা দরাজ কণ্ঠের কারণে ওর অনেক শ্রোতা-ভক্তকুল আছে। তবে সামনের দিন গুলোতে সেই ভক্তকূলের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেলে সেটাও হবে খুবই প্রত্যাশিত, এটা আমার বিশ্বাস।
শেষে , শ্রোতাদের জন্য রইলো অশেষ ভালবাসা এবং শুভেচ্ছা।