guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Je Khelay l যে খেলায়
Singer: Sharalipi
Lyricist: Golam Murshed
Composition: Basudeb Ghose
Music Arrangement: Basudeb Ghose
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

বাসুদেব ঘোষের সুর ও সঙ্গীতায়োজনে , কণ্ঠশিল্পী “ স্বরলিপি“ এর গাওয়া “যে খেলায়” শিরোনাম এর গানটি নিয়ে gaan janala এর পক্ষ থেকে গান জানালা এর চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা : এমন একটি গান নিয়ে কিছু বলতে অথবা লিখতে গেলেই স্মৃতির গুণ টানা অদৃশ্য মাঝিরা সময়ের নৌকো কে টেনে নিয়ে যায় ব্যথা মেশানো অতীতে। আট বছর আগের কোনো একদিন “যে খেলায়” নাম দেয়া, আমার লিখা একটি লিরিকের উপর সুরের মায়াজাল বুনেছিলেন “বাসুদেব ঘোষ”। হায় বাসুদেব, এমন করে চলে যেতে হোলো কেন, বিনা নোটিশে ? কে আছেন এখন, এমন করে কয়েক লাইন কথাকে রাগ মিশ্রিত একটি অসামান্য গানে সাজিয়ে তুলবেন ? এর সহজ উত্তর আমার কাছে নেই। কিন্তু “যে খেলায়” গানটি ভীষণ ভাবে বেঁচে আছে এবং gaan Janala এর YouTube Channel এবং Facebook Page থেকে মুক্তি পেয়েছে ৬ই মে, ২০২৪ তারিখে । গানটি বোদ্ধা শ্রোতাদের হৃদয়ে অগুন্তি সময় ধরে থেকে যাবে, এই বিশ্বাসে বড় কোনো ভুল নেই আমার। গানটি গেয়েছে কণ্ঠশিল্পী “স্বরলিপি” । এই সময়ে , এই ঘরানার এবং এই মেজাজের গানকে ফুটিয়ে তোলার মতো হাতে এই দেশে গোনা যোগ্য শিল্পীদের মধ্যে স্বরলিপির জায়গা উপরের দিকে। শিল্পী গানটিতে কণ্ঠ দিয়ে তা বুঝিয়ে দিয়েছে। আর যে কথা বললেই নয়, তা হচ্ছে, এই গানটিকে এতোগুলো বছর সযত্নে যে মানুষটি রেখে দিয়ে , গানটি চাওয়া মাত্র আমার হাতে অপরিসীম ভালোবাসায় তুলে দিয়েছেন, তার নাম “অ্যাডভোকেট রাশেদুল হাসান (কায়েস)” ।কলের গান মাল্টিমিডার কর্ণধার গান-পাগল এই মানুষটির জন্য রইলো যার পর নাই কৃতজ্ঞতা । শেষে, শ্রোতাদের জন্য রইলো ভালবাসা আর ভালোবাসা ।

Lyric

যে খেলায় সেই মধুময় দিন ভুলে
শুধু শ্রাবণের বৃষ্টিরা দু'চোখে ঝরে
শুধু গ্যাছে পুড়ে এই মন চুপ কোরে

সে খেলায় স্বপ্ন-ভাসা ভালবাসায়
না বুঝে জীবন বাজী হায়,রেখেছিলাম
দুরাশার ভালবাসা এই মন কাঁদালো
ভাসালে জীবন দুঃখের ঝড়ে
শুধু গ্যাছে পুড়ে এই মন চুপ কোরে

বসন্তের গল্প হাতে জোৎস্না রাতে
তোমারই হৃদয় নদীর সুখ খুঁজেছিলাম
সেই ভুলের মিতালীতে এই মন হারালো
বেদনা মাখা স্মৃতির ঘরে
শুধু গ্যাছে পুড়ে এই মন চুপ কোরে