guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ekti Kobita l একটি কবিতা
Singer: Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Neepo
Music Arrangement: Neepo
Label: Gaan Janala
Story Behind The Song

কণ্ঠশিল্পী “ সাঈদা শম্পা “ এর গাওয়া “একটি কবিতা” শিরোনাম এর গানটি নিয়ে gaan janala এর পক্ষ থেকে গান জানালা এর চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা : “একটি কবিতা” গানটির সুর এবং সঙ্গীত যে মানুষটি করেছে, তাকে নিয়েই লিখাটি শুরু করতে ইচ্ছে হলো। ওর নাম “নিপো রোজ” । নিপোর আরেকটি পরিচয়, নিপো হচ্ছে একসময়ের তুমুল জনপ্রিয় গান “কখনো জানতে চেয়ো না” এর কণ্ঠশিল্পী সাঈফ ভাইয়ের ছোট ভাই। আজ থেকে ২৫ বছর আগে প্রথম যখন আমি গান লিখতে শুরু করি , আমার লিখা কথার উপর “লাকী আখন্দ” সুর বসাতে শুরু করলেন, সেই তখন থেকে গান বিষয়ক কাজ কর্মের সাথে নিপো আমার সাথে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে গেলো। সেই সময়ের চেয়ে কিছুটা আগে নিপোর সাথে আমার পরিচয়। আমাদের একান্ত পারিবারিক অনুষ্ঠানে গান গাইতে আসতো নিপো। আরো জানলাম, সেই সময়ের সমাদৃত একটি ব্যান্ড “কেওস” এর একজন ভোকালিস্ট নিপো। অনুষ্ঠানে নিপোর গান শুনে আমি মুগ্ধ হয়ে থাকতাম। সবার চেয়ে একেবারে ভিন্ন ঘরানার, ভিন্ন মেজাজের কণ্ঠ খুঁজে পেলাম ওর মধ্যে। তার কিছুদিন পর , প্রতি সন্ধ্যাবেলায় লাকী ভাই এবং আমি , আমার অফিসে বসে যখন গান তৈরীতে ব্যস্ত হয়ে গেলাম, নিপোকে আমাদের দলভুক্ত করতে দেরী করলাম না। নিপোও ঢুকে গেলো দলে। তারপর খুব খুব কাছ থেকে দেখলাম, আমার লিখা কথায় নিপো একাধারে কণ্ঠ দিচ্ছে এবং সুর করছে। মুগ্ধতা বেড়েই চললো। শুধু তাই নয়, লাকী ভাই কখনো কারো সম্পর্কে প্রশংসা , না চিন্তা করে একদমই করতেন না। কিন্তু নিপোর কণ্ঠ এবং তার ভেতরের সঙ্গীতকে লাকী ভাই ভালোবেসে আবিষ্কার করলেন। সেই লাকী ভাই আমাদের মাঝে নেই এখন। নিপো আছে, কিন্তু এক অজানা কারণে নিপো এখন আর সেভাবে গানের মধ্যে নেই। নিপোকে এখনকার বেশীরভাগ শ্রোতার , কণ্ঠশিল্পী অথবা সুরকার হিসেবে না চেনারই কথা। তাই ইচ্ছে হলো নিপোকে নিয়ে মেপে মেপে না লিখে, নিপোর পরিচয়টা একটু তুলে ধরার চেষ্টা করি। আজকের আলোচ্য গান “একটি কবিতা” তে নিপো সুর দিয়েছিলো বহু বছর আগে। আর বহু বছর পর গানটা অবমুক্ত হচ্ছে আজকে। এই সময়ের নতুন এবং পুরোনো শ্রোতারা “একটি কবিতা” গানটি শুনে নিপোকে কিছুটা হলেও আলাদা করে চিনতে পারবেন বলে ধারণা করি। শেষে, “একটি কবিতা” গানের আসল মানুষ, কণ্ঠ শিল্পী শম্পার কথা বলি। সাঈদা শম্পা আমেরিকা প্রবাসী একজন প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তার। অনেক দিন পর, বছর দুয়েক হলো আবার গানে ফিরে এসেছে। এর মধ্যে আমার লিখা অনেক গুলো গানে কণ্ঠ দিয়েছে। গান বিষয়ে আলাপ আসলে , আমি ওর নামের বামে “সম্ভাবনাময় কণ্ঠশিল্পী” উল্লেখ করে এসেছি বরাবর। ওর গলার বুননটা আলাদা রকম এবং এর সাথে গানের প্রতি ওর যারপর নাই একাগ্রতা ওকে সম্ভাবনার উঁচু জায়গায় নিয়ে যাবে বলে আমার ধারণা। নিপোর সুরে গান গাওয়া সহজতর বিষয় নয়।শম্পা সে কাজটা সাবলীল ভাবেই করেছে। ‘একটি কবিতা’ গানটি শুনলে, প্রিয় শ্রোতারা এ বিষয়ে বড় ধরনের অমত পোষণ করবেন না বলে আমার বিশ্বাস। শ্রোতাদের জন্য রইলো অকুণ্ঠ  ভালবাসা।

Lyric

আমি লিখতে ভুলে গেছি কবিতা
বাদামী শালিক, কৃষ্ণচূড়া
ঝাপসা হয়ে গেছে চোখের জলে
মনে নেই আর, সেই প্রিয় মুখ
তার ছবিটা
একটি কবিতা

ভালবাসা বনলতা
কেবলই দিলো যে ব্যথা
সেতো নেই, নেই কাছে আর
বুকে বিঁধে আছে তার
স্মৃতির দুঃখ কাটা ।। তার ছবিটা একটি কবিতাদুঃখ কাটা ।।
তার ছবিটা
একটি কবিতা
একটি কবিতা
তাকে খুঁজে খুঁজে আমি
উড়ে উড়ে, চোখ দু'টি মেলে
হয়েছি উড়াল পাখীটা
করেছি জীবন বৃথা ।।
উড়ে উড়ে নীল নীলে
তার ছবিটা