থাকে রাত জেগে
চাঁদের পরী ।
একুশ মানে
বাধাহীন নীলে উড়াল হাজার
অনেক চাওয়ার
স্বাধীনতার ঘুড়ি।
একুশ মানে বারোমাস কৃষ্ণচূড়া
বারোমাস ফেব্রুয়ারি ।।
একুশ মানে
সাদা কালো মিছিল , স্মৃতির গাঙচিল
আর হবে না , বেদনায় ভারী ।
রাখালিয়া সুরে, আজ হবে গান
এক সাথে গলা ছাড়ি ।
একুশ মানে , বারোমাস কৃষ্ণচূড়া
বারোমাস ফেব্রুয়ারি ।।
একুশ মানে
ইচ্ছে কলমে লিখা, কবিতার উল্লাসে
আমার সোনার বাঙলা গড়ি ।
ভাসাই জলে তাই , স্বপ্ন বোঝাই
পাল তোলা সুখের তরী ।
একুশ মানে বারোমাস কৃষ্ণচূড়া
বারোমাস ফেব্রুয়ারি ।।