Songs and musical hub
Title: | Tui Kacchey Nai l তুই কাছে নাই |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Sajib Das |
Music Arrangement: | Sajib Das |
Cinematographer: | Anand Sarker |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
শিল্পী সাঈদা শম্পা এর কণ্ঠে “তুই কাছে নাই” শিরোনামের গানটি নিয়ে gaan janala এর পক্ষ থেকে গান জানালা এর চেয়ারম্যান এবং গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর কিছু কথা :
২৫ বছর হয়ে গেলো , আমার গান লিখার বয়স। তবে তার মধ্যে ‘ফোক ঘরানার’ গান নেই বললেই চলে। এই কাজটি আমার নয়, নিজের সম্পর্কে এরকম ধারণা থেকেই পল্লীগীতির দিকে নজর দেয়ার সাহস পাইনি। তবে আনুমানিক ১৯৯৮ সালের দিকে লাকী আখন্দ এবং আমি দু’জন মিলে যখন একসাথে প্রতিদিন গান নিয়ে বসতাম, তখন দুই তিন টা গান তৈরী হয়েছিলো। তারপরের সময়েও এই ঘরানার দুই একটা গান আমার লিখতে হয়েছিলো ।
তবে ঘটা করে ফোক গান লিখার ব্যাপারটা ঘটলো
এবার। অর্থাৎ মাস পাঁচেক আগে এক সন্ধ্যায় হঠাৎ মনে হলো, আমি যে মাটির তৈরী, সেই মাটির দেশ এই বাংলাদেশ মানেই তো ছায়া সুনিবিড় গ্রাম আর নদী বিছানো নরম জমিন। নিজেকে সেই জমিনে, মাথায় গামছা বাঁধা একজন কৃষক, একতারা হাতে একজন উদাস বাউল দেখতে পেলাম। কি যে ভালো লাগলো নতুন আমাকে খুঁজে পাওয়ার মধ্যে !
সেই অপার অনুভূতিতে হারিয়ে কলম হাতে একটা কিছু লিখে ফেললাম আমি। লিখাটি শেষ করেই সজীবের হাতে সেটি তুলে দিলাম।
সজীব তো যার পর নাই অবাক ! ও বললো, আপনি ফোক গান লিখেছেন ?
তারপর গানটির সুর এবং সংগীতের কাজটি করে ফেললো সজীব দাস।
সজীব আমাদের গানের ভুবনের একজন জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত মেধাবী মুখ। তবে আমার দিক থেকে সজীবের প্রধানতম: পরিচয় হচ্ছে, এদেশের গানের নীল মনিহার লাকী আখন্দের সরাসরি শিষ্য এবং গান কর্মকাণ্ডের যোগ্য সহকর্মী ছিলো সজীব।
ফিরে আসি এই গানে। গানটির সুর শোনার পর মনে হোলো, সজীবের ফোক সুরের উপর সাবলীল মুনশিয়ানা আমার ফোক গান লিখা চালিয়ে যাওয়ার ইচ্ছেটা আরও জোরদার হোলো।
এক মায়াছন্ন সুরে সাজিয়েছে “তুই কাছে নাই” গানটি সজীব।
এবার এই গান-গল্পের আসল মানুষটা অর্থাৎ শিল্পী সাঈদা শম্পার কথা বলি। বরাবরের মতো আবারও একই কথাই রাখছি , শম্পার একটি আলাদা ধাঁচের মশলাদার কন্ঠ আছে। বিভিন্ন রকম গান সে গাইতে পারে সাবলীলতায় । আমি নিজে শম্পার কণ্ঠকে আলাদা মাপেই দেখে থাকি একই কারণে।
তবে যে কথা কখনও উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে ছোট বেলা থেকে চীনে সাংহাই মেডিকেলে পড়ালিখার জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত শম্পা একজন প্রতিশ্রুতিশীল ফোক শিল্পী হিসেবেই গানের ভুবনে পরিচিত ছিলো। ফোক গান তার আপন ঘরানার বিষয়, এটা নিজেও মনে করে থাকে শম্পা।
গত তিন বছরে অনেক অনেক গুলো মৌলিক আধুনিক গান গেয়ে সমাদৃত হয়েছে শম্পা। তবে এই প্রথম ফোক গান গাওয়ার সুযোগ আসলো তার। শম্পার নিজের মনের ঘর-বাড়ীর গান।
“তুই কাছে নাই” শিরোনামের এই ফোক গানটি শম্পা কেমন গেয়েছে, আমার দিক থেকে তার উত্তর হচ্ছে, গানটি গাওয়ার পর আমার মনে হয়েছে, এই গানটির লিরিক, সুর এবং সংগীত শম্পা যেন নিজেই করেছে। এমন করে নিজের করে নিয়েই গানটি গেয়েছে শম্পা।
জোর লাগিয়ে বলতে পারি, এই গান শম্পাকে আলাদা শিল্পী সত্তায় বাঁচিয়ে রাখবে বহুদিন।
এই গান শিল্পীকে অর্থাৎ শম্পাকে স্মরণের পাতায় , বরণের পাতায় লিখে রাখবেন শ্রোতারা অগুন্তি বছর, এই প্রত্যাশা।
তুই কাছে নাই, ভাবি যখন
একলা অবসরে
কষ্ট আমার বুকটা জুইড়া
কামড় দিয়া ধরে বন্ধু
কামড় দিয়া ধরে ।।
বিশ্বাসেরই ফুল বাগানে
ফুইটাছিলো ফুল
সেই ফুলের সুবাসে আমি
ছিলাম যে আকুল
সেই বাগান আগুনে এখন
পুইড়া পুইড়া মরে
কেমন কইরা সেই যন্ত্রণা
আল্লাহ্ সহ্য করে বন্ধু ,
আল্লাহ্ সহ্য করে ।।
ভালবাসায় ভুল ছিলো সব
ভাবলে চোখে পানি
তোর মনের অমিলের খেলা
সুন্দরেরই গ্লানি
সেই সুন্দর টা খুন হইয়াছে
তোরই অনাদরে
কেমন কইরা সেই যন্ত্রণা
আল্লাহ্ সহ্য করে বন্ধু ,
আল্লাহ্ সহ্য করে ।।