guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Bachar Odhikar l বাঁচার অধিকার
Singer: Rupok Akondo
Lyricist: Golam Murshed
Composition: Rupok Akondo
Music Arrangement: Shovon & Rupok Akondo
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song
No content found
Lyric

দুঃখ, করো না মিছে

জলের দামে অশ্রু

দিও না বেঁচে

 ব্যথাতুর নিঃশ্বাস, বিলায়ো না বাতাসে আর

 এভাবে হবে লাশ, আর নয় সহজে আর ।

 কবর খুলে দাঁড়িয়ে তুমি বলো আবরার

আমাদেরও আছে আছে বাঁচার অধিকার ।।

 

 তার চোখে চির ঘুম, আমাদের জাগিয়ে দিলো

দেহে শত ক্ষত দাগ, প্রতিবাদ জ্বালিয়ে দিলো,

দ্যাখো আজ জোড়া হাত, জোড়া তলোয়ার

ছুঁয়ে দ্যাখো সারা দেহ, বারুদ এবার ।

কবর খুলে দাঁড়িয়ে তুমি বলো আবরার

আমাদেরও আছে আছে বাঁচার অধিকার ।।

 

মরন কেন বলো মানুষের হাতে

 বিধাতা তুমি বলো থাকো কোথায়?

জীবিতরা চলে যায় মৃতদের দলে

কবরের আঁধারে বেদনা শুকায় ।

 

আঁধারের সাইরেন, ওরা কারা বাজিয়ে গেলো

 আঁধারের বাঁকে কেন, অসহায় পৃথিবী ছিলো

আজ হবে উৎসবে, আলোর চীৎকার

প্রতিশোধে, ক্রোধে হবে, আঁধার সৎকার ।

 কবর খুলে দাঁড়িয়ে তুমি বলো আবরার

আমাদেরও আছে আছে বাঁচার অধিকার ।।