Lyric
রাস্তাটা দুই ভাগ
আইল্যান্ড মাঝখানে
বরাবর বিকেলে হাঁটতে বেরিয়ে
আমি ডানে, মেয়েটি বামে
কোলে তার শিশু
এগুবে না থামবে ভাবতেই
মুখোমুখী তার ব্রেক- ফেইল
এক সাত-টনি ট্রাক
হতবাক হতবাক, সে হতবাক
হতবাক হতবাক, সে হতবাক
হতবাক মেয়েটি হঠাৎ যেন
কি মনে করে
ছুঁড়ে দিলো শিশুটিকে
আমার দিকে
মুহূর্তেই দেখি সেই ট্রাকটি
মেয়েটিকে নিমিষে দিলো পিষে
পীচঢালা নির্বাক রাস্তা
মেয়েটির লাল রঙ রক্তে
তার লাল রঙ রক্তে
গেলো ভিজে ।
বুক আমার কেমন করে ওঠে
চেয়ে দেখি কোলে আমার
ছোট্ট এক মেয়ে
নীল জামা ধরে আমার
সে কাঁদছে...সে কাঁদছে.....সে কাঁদছে।।
এরপর গল্পটা এমন
কাঁচা-পাকা চুল আমার এখন
সময় দাগে চোখ আমার গাঢ়
সেই শিশুটি আজ কিশোরী
বয়স আঠারো
কতোদিন হয়ে গেলো
খোঁজ মেয়ের নিলে না তো
সেই মেয়ে তোমার
আজ সে আঠারো
মেয়ে আমার আজ সে আঠারো
মেয়ে তোমার আমার
আজ সে আঠারো
মেয়ে আমার আজ সে আঠারো।
রাস্তাটা দুই ভাগ
আইল্যান্ড মাঝখানে
বরাবর বিকেলে হাঁটতে বেরিয়ে
সেই দৃশ্য ভাসে
পীচঢালা রাস্তাটা লাল রঙে ভেজা
কোলে আমার ছোট্ট মেয়ে
বুক কেঁপে ওঠে চোখ ভিজে যায়
পাশে আজ সেই মেয়ে
নীল জামা টেনে ধরে
জিজ্ঞেস করে আমায়
''বাবা কি হয়েছে'' ?
আঠারো বছর পেরিয়ে
আঠারো বছর পেরিয়ে
আঠারো বছর
আঠারো বছর পেরিয়ে
মেয়ে আমার আজ সে প্রশ্ন করে
''বাবা কি হয়েছে ?
বাবা কি হয়েছে ?
কোনোদিন জানবে কি সে'' ?