Songs and musical hub
Title: | Srabon Meghey l শ্রাবন মেঘে |
---|---|
Singer: | Fahmida Nabi |
Lyricist: | H. A. Gulandaz |
Composition: | Antu Gulandaz |
Music Arrangement: | Antu Gulandaz |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
ভালো গান শুনে অভ্যস্ত শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী এর গাওয়া “শ্রাবণ মেঘে” শিরোনামের গান নিয়ে gaan janala এর পক্ষ থেকে গান জানালা এর চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা :
সংগীতে পারিবারিক ইতিহাস সম্মৃদ্ধ , জননন্দিত শিল্পী ফাহমিদা নবী ।
gaan janala এর YouTube channel এবং facebook page-এ প্রথমবারের মতো ফাহমিদা নবীর গান যুক্ত হলো এবং গানটি অবমুক্ত হচ্ছে আজ ৯ ই এপ্রিল ২০২৪ তারিখে।
gaan janala থেকে ফাহমিদা নবীকে জানাই শুভেচ্ছা।
তবে এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, এই গানটি যিনি দারুণ লিখেছেন এবং যে মানুষটা একইভাবে মন-ছোঁয়া সুর করেছে, তাদের সম্পর্ক বাবা এবং ছেলের। এমন চমৎকার যুগলবন্দী এদেশের পরিসংখানে বিরল। পিতা- পুত্র যথাক্রমে শ্রদ্ধেয় এইচ এ গোলন্দাজ এবং অন্তু গোলন্দাজের প্রতি অন্তরের শুভেচ্ছা রইলো।
বাকি বিশেষ অংশ….সুন্দর কথা এবং সুন্দর সুরে তৈরি একটি গানকে ভালো লাগার বিশেষ উচ্চতায় অনায়াসে নিয়ে যেতে পারেন ফাহমিদা নবীর সুললিত কণ্ঠ। “শ্রাবণ মেঘে” গানটিতে তার একটুও ব্যতিক্রম হয়নি।
প্রিয় শ্রোতাদের জন্য রইলো ভালোবাসা এবং শুভেচ্ছা ।
শ্রাবণ আকাশ কাঁদে অঝোর ধারায়
আমি জানি না সে কোন বেদনায়
সাঁঝের প্রদীপ নিভে আঁধার ঘনায়
আমি জানি না সে কোন বেদনায়
বৃষ্টির কান্না শুনে সুরেরই ছোয়ায়
বিরহী সানাই বাজে, বাজে আঙিনায় ।
ঝরা বকুল আজ হয়ে গেছে ম্লান
ধূলিতে মিশে বুকে শুধু অভিমান
বিরহের সুর বাজে সুখের বীণায়
বসন্ত বন বেহাগে কাঁদায় ।
বৃষ্টির কান্না শুনে সুরেরই ছোয়ায়
বিরহী সানাই বাজে , বাজে আঙিনায় ।
পূর্ণিমা চাঁদ আজ মেঘে ডুবে যায়
সরসীর জল তাই হাসে না মায়ায়
মিটে না মনের সাধ তৃষিত হৃদয়
বাসনা গুলো হৃদয়ে শুকায় ।