guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Jorao Micchil l জড়াও মিছিল
Singer: Agun
Lyricist: Golam Murshed
Composition: Basudeb Ghose
Music Arrangement: Basudeb Ghose
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

দরাজ কণ্ঠের জনপ্রিয় শিল্পী আগুন এর গাওয়া “জড়াও মিছিল” শিরোনামে “মহান মে দিবস” এর  গানটি নিয়ে  gaan janala এর পক্ষ থেকে  গান জানালা এর  চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা :

গানটির সুরকার  বাসুদেব ঘোষ।
হায় বাসুদেব  !
মানুষ তো চলেই যাবে। তবে এভাবে চলে যেতে হবে ?

“বাসুদেব ঘোষ” এদেশের সংগীতাকাশে একটি নক্ষত্রের নাম। বছরের উপলক্ষ্য গুলো কে নিয়ে, কোন ব্যত্যয়  ছাড়া ‘মেহেনতি মানুষের গান’ , আরো কতো শত গান এই নামের মানুষটি ছাড়া এখন আর কে তৈরি করবে ? মে দিবস আসার আগে কে আছে আর এখন, সুরের ভেতর প্রতিবাদের আগুন জ্বালাবে ?  
প্রায় ৬ বছর আগে এপ্রিলের প্রথম ভাগে বাসুদেব আমাকে এক সন্ধ্যা বেলায় ফোন করে বলল, সামনে “মে দিবস” আসছে, এই উপলক্ষ্যে আপনার গোটা পাঁচেক লিরিক দাঁড় করাতে হবে। বিষয় ভিত্তিক গান লিখার  অভ্যেস উনিই আমাকে তৈরি করতে ভালোবাসার জোর খাটিয়েছেন, অকপটে সে কথা স্বীকার করছি। গান গুলি সেভাবে লিখে ফেললাম। “জড়াও মিছিল” সেই গুচ্ছের একটি গান।
গানটি শেষ করার পর আসল বিষয় নিয়ে সেদিনই বসলাম, কাকে দিয়ে গানটা গাওয়ালে ঠিক হবে। সময় বেশি নিতে হলো না। স্থির হলো একজন আগুন গলার মানুষ গাইলে বেশ হয়। তাই পছন্দের তালিকায় একমাত্র  “আগুন খান আসিফুর রাহমান” (আগুন” নামে যার পরিচিতি এবং জনপ্রিয়তা শ্রোতা মহলে)।
পরদিন শিল্পী ভয়েস দিলো।

দারুণ গাইলো আগুন। গানের কথা এবং সুরে যে আবেগ এবং প্রতিবাদের ভাষা তৈরী হয়েছিলো, আগুনের দরদ মাখা , ফুলকি ওঠা কণ্ঠে  মহান মে দিবস যেন জ্বলে উঠলো।আগুনের জন্য রইলো প্রাণের শুভেচ্ছা।

বাসুদেব ঘোষকে এই মুহূর্তে ভীষণ মিস করছি। একজন বাসুদেব ছাড়া এরকম গান আর  কখনো তৈরি হবে কিনা জানি না।
শ্রোতাদের জন্য রইলো অপরিসীম ভালবাসা।

শেষে , শ্রোতাদের জন্য রইলো অশেষ ভালবাসা এবং শুভেচ্ছা।

Lyric

জড়াও মিছিল উড়াও হৃদয় পতাকা
মে এসেছে ছড়াও আগুন বারতা ।
ওহো হো জড়াও জড়াও মিছিল উড়াও হৃদয় পতাকা
মে এসেছে ছড়াও আগুন বারতা ।  
দেনা মেটাতে হবে, পাওনা মেটাতে হবে  
জেগেছে লক্ষ শ্রমিক জনতা ।

কাঁধে কাঁধে রাখো কাঁধ
 উঠাও হাতে প্রতিবাদ
বুকেরেই ভিতর শিকাগো শহর
দিয়েছে আঘাত, দিয়েছে আঘাত
শোনো মহাজন আমাদেরই কথা
ঘাম ঝরানো জীবন ভেবো না সস্তা ।

আমাদেরও আছে তো
 স্বপ্ন দেখার অধিকার
সত্য বাসা আশা ভালোবাসা
সুখ সংসার সংসার সুখ সুখেরই সংসার ।
শোনো মহাজন আমাদেরই কথা
ঘাম ঝরানো জীবন ভেবো না সস্তা ।