Songs and musical hub
Title: | Bhalobasha Kemon Bolo l ভালোবাসা কেমন বলো |
---|---|
Singer: | Shudeshna Ganguly |
Lyricist: | Golam Murshed |
Composition: | Basudeb Ghose |
Music Arrangement: | Basudeb Ghose |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“ভালবাসা কেমন বলো” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ
‘ভালবাসা কেমন বলো’ গানটিতে কণ্ঠ দিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিভাবান কণ্ঠশিল্পী সুদেষ্ণা গাঙ্গুলি।
সুর এবং সংগীতায়োজনে ছিলেন বাংলাদেশের খ্যাতিমান বাসুদেব ঘোষ ।
বাসুদেবের প্রসঙ্গ আসলেই ওনার অকাল প্রয়াণের বেদনা বুকে চেপে ধরে। সামলে নিয়ে লিখছি, আজ থেকে ৬/৭ বছর আগে ওনার বাসা-কাম-ষ্টুডিও তে বসেছি কোনো এক শীতের সন্ধ্যায়। আমার কোনো লিখা বাসুদেব হাতে নিলে, এক বৈঠকেই সুর টা করে ফেলতেন। এটাই তার বরাবরের অভ্যেস। কিন্তু সেদিনের সন্ধ্যা বেলাটা ছিলো অন্যরকম। আমি ওনার ওখানে যাবার কিছুক্ষণ পর এই গানটার লিরিক হাতে নিয়ে বসলেন। প্রায় ১৫ মিনিট চলে গেলো , নড়াচড়া নেই। তারপর হঠাৎ বললেন আমাকে, এই লিরিক নিয়ে আমি রাতে আরেকবার বসবো। আমি ‘ঠিক আছে’ বলে হাতে চা সমেত কিছুক্ষণ গল্প করে বাসায় ফিরে গেলাম। মনে ছিলো, সপ্তাহের শেষে আবার আসবো। কিন্তু দু’দিনের মাথায় বিকেলের দিকে বাসুদেবের ফোন পেলাম। অনুরোধ রাখলেন যেন সন্ধ্যায় ওনার ওখানে একবার ঘুরে আসি। গেলাম সেভাবেই এবং যাওয়া মাত্র “ভালবাসা কেমন বলো” গানটির লিরিক হাতে নিয়ে বললেন, ‘সেদিন আপনার লিখা কথাগুলো পড়ে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই গানটার সুর সেমি-ক্ল্যাসিক্যাল আঙ্গিকে সাজাবো। ঠিক করলাম , সেই রাতেই একটু রাত করে চুপচাপ বসবো। তাই-ই করলাম। এখন দ্যাখেন কেমন হয়েছে।’ এক নিঃশ্বাসে কথাগুলো বলে মিউজিক সিস্টেম অন করে দিলেন বাসুদেব। নিবিষ্ট মনে গানটা শুনলাম। ভীষণ ভালো লাগার বাইরে যেটা মনে হলো, আরও একজন বাসুদেব কি আছে এখন এদেশে, যিনি এমন একটা সুর সৃষ্টি করার যোগ্যতা এবং সাহস রাখেন ? উত্তর আমার কাছে ছিলো না, এখনও নেই। কিছু না বলে শুধু জড়িয়ে ধরলাম বাসুদেবকে। জড়িয়ে ধরে যে প্রার্থনা রাখলাম বিধাতার কাছে, বিধাতা সে কথা শুনেন নি । দুই বছর না যেতেই, বিধাতার ভিন্ন খেয়ালে চিরদিনের জন্য ওপারে পাড়ি দিলেন বাসুদেব ঘোষ।
হয়তো বিধাতার এটাও খেয়াল ছিলো , বাসুদেব চলে যাবার আগে , তার ঝুলিতে থাকা কিছু গান বিভিন্ন শিল্পীদের দিয়ে গাইয়ে নিবেন। আজকের এই গানটি তেমনই একটি গান। কলকাতায় গিয়ে শিল্পী সুদেষ্ণা দিয়ে গানটি রেকর্ড করতে পেরেছিলেন।
সুদেষ্ণা নিয়ে কিছু কথা বলতেই হবে। শিল্পীকে আমি আগে চিনতাম না। আজকের দিন পর্যন্ত ওর সাথে আমার দেখা হয়নি। তবে সুদেষ্ণার কণ্ঠে এক যাত্রায় বাসুদেব আমার লিখা কয়েকটা গান করে নিয়ে আসার পর স্বাভাবিক কৌতুহলে YouTube-এ খোঁজ করে বিস্ময়ের সাথে জানলাম, সুদেষ্ণা পশ্চিমবঙ্গের একজন পোক্ত ভাবে আসন পাওয়া শিল্পী। আমার লিখা ওর গলায় গানগুলো শুনে সেই পরিচয়ই পেয়ে গেলাম মুগ্ধতা নিয়ে। দারুণ শক্ত ভিত্তিতে তৈরী ওর কণ্ঠ। “ভালবাসা কেমন বলো” তেমন মুনশিয়ানার সাথেই গেয়েছে শিল্পী। সুদেষ্ণার জন্য রইলো প্রাণের অভিনন্দন।
বাকি হিসেব প্রিয় শ্রোতারাই মিলিয়ে নিবেন, সেটা জানি ।
শ্রোতাদের জন্য রইলো ভালবাসা এবং শুভেচ্ছা ।
ভালোবাসা কেমন বলো
এ জীবন করে দিলো মিছে
সেই স্মৃতি বুকে আজও
বেদনা বাঁশি হয়ে বাজে ।
পৃথিবীতে খুঁজে তারে আমি
সকাল আমার আঁধারে চলে গেছে
সে আঁধার শরীরে মিশে
স্বপ্নরা মরণ ছুঁয়েছে ।
ভালোবাসা ঘুণপোকা এসে
হৃদয় আমার করেছে খালি শেষে
সে অসুখ সারাতে গিয়ে
শুধু চোখ জলে ভেসেছে ।