Songs and musical hub
Title: | Jodi Aj Kachhe Asho l যদি আজ কাছে আসো |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Sajib Das |
Music Arrangement: | Sajib Das |
Label: | Gaan Janala |
“যদি আজ কাছে আসো” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথা :
শিল্পী সাঈদা শম্পার সাথে আমার প্রথম পরিচয় ১৯৯৮ সালে , খ্যাতিমান লাকী আখন্দ এর মাধ্যমে। ঠিক ২৫ বছর আগে ।
শম্পা সবে চীনের সাংহাই মেডিকাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারী পাশ করে দেশে ফিরেছে ইন্টার্নী করার জন্যে। জানতে পেলাম , ও ছোটবেলা থেকেই গান করে। সাংহাই এ পড়া লিখার ফাঁকে ঐ দেশের বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত চৈনিক গান করার কারণে বিদেশী শিল্পী হিসেবে ও পরিচিত মুখ হয়ে উঠেছিল। ব্যাপারটা শুনে বেশ ভালো লাগল ।
লাকী ভাই আমাকে বললো, শম্পার জন্য একটি জনপ্রিয় চৈনিক গানের বাংলায় কথা লিখে দিতে। লিখে দিলাম এবং শম্পা আমাদের দেশের টিভি চ্যানেলে গানটা গাইলো।
তারপর ২৩ বছর আর যোগাযোগ হয়নি। ২০২১ সালে হঠাৎ মেসেঞ্জারে দেখলাম শম্পা হ্যালো বলছে আমাকে। বিষ্ময়ের শেষ নেই। এতদিন পরেও মনে রেখেছে আমাকে…! জানলাম ও এখন আমেরিকায় জবরদস্ত ডাক্তার। আবার গানে ফিরবে, জোর ইচ্ছার কথা জানালো। এবার একটি নয়, পাঁচটি চৈনিক গান বাংলায় গাইবে। আমাকে লিখে দেয়ার অনুরোধ। না বলতে পারিনি, বরং খুশিতেই রাজী হলাম। পাঁচটা গান লিখা হচ্ছে ঢাকায় , আর গান রের্কডিং হচ্ছে আমেরিকায়। এই কাজের মধ্যে দেখতে পেলাম ওর ভেতর প্রচন্ড একাগ্রতা। আবিষ্কার করে নিলাম, ওর কণ্ঠের সম্ভাবনাকে। সময় ক্ষেপণ না করে শম্পাকে বল্লাম, আর এভাবে নয়। মৌলিক গান দিয়ে ওর নতুন যাত্রা শুরু হোক। শম্পা যেন হাতে চাঁদ পেল। এরকম ভাবনা কখনোই তার মাথায় আসেনি। একজন কমান্ডোর মতো কাজ শুরু করে দিলো শম্পা । মৌলিক গান গাওয়া চলছেই বিরহিতিহীন ছন্দে। এই এক বছরে শম্পার বারো তেরো টি গান বাজারে এসেছে “গান জানালা” (Gaan Janala) ইউটিউব চ্যানেলের মাধ্যমে। শম্পার কণ্ঠ, দ্যুতি ছড়াচ্ছে , ভালো লাগার জায়গা তৈরী করছে শ্রোতাদের মনের ভেতর।
এতো লম্বা করে , উপরে এতো কিছু যে লিখে ফেললাম এক নিমিষে, তার কারণটা কোন মতেই ফেলে দেয়ার মতো নয়। মানুষের জীবনে যা কিছুই প্রথম , সেটা অন্য রকম আবেগ , অনুভূতি এবং শিহরণে মোড়ানো থাকে। শম্পা যখন তার প্রথম মৌলিক গানে কণ্ঠ দিলো , আমি দেখতে পেয়েছিলাম অবিকল সেই ছবি । মজার ব্যাপার , শম্পার এতোগুলো গান বাজারে এলো , এর মধ্যে কিন্তু সেই “প্রথম গান , প্রথম প্রেম” , দরজা খুলে আলোতে আসেনি গতকাল পর্যন্ত । আজ সে অপেক্ষার শেষ হচ্ছে।
দেরীতে হলেও অবশেষে আজ শ্রোতাদের সামনে শম্পা হাজির হচ্ছে তার প্রথম মৌলিক গান “ যদি আজ কাছে আসো” নিয়ে।
গানটি সুর এবং সঙ্গীতায়োজন করেছে সজীব দাস। আমি এবং সজীব দুজনেই অন্য রকম অনুভূতিতেই জড়িয়ে আছি একই কারণে।
শিল্পী, সুরকার এবং গীতিকবি মিলে তিন জনের অন্যরকম অনুভূতির দোলা শ্রোতাদের কাছে অনেকখানি পৌঁছাবে , গানটি শোনার পর , এই প্রত্যাশা ।
যদি আজ কাছে আসো
যদি রাখো ভালোবাসায়
জেনে রেখো বিষাদ আমার
উড়িয়ে দেবো হাওয়ায় হাওয়ায়।
এই মরুপাথর প্রহরে
যদি ভেসে আসে শ্রাবণ
তুমি বৃষ্টির কবিতায়
কিছু সুখের কথা দাও
বর্ষায় এনে দাও
উদাস জানালায়।
জীবনের আঁধার গল্প
যদি হয় আলোয় রঙিন
দুটি চোখের ইশারায়
যদি তুমি কখনও
ভোরের পাখিদের ফেরাও নীলিমায়।