Songs and musical hub
Title: | Mone Koro Ami Nei l মনে করো আমি নেই |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Omit Titu |
Music Arrangement: | Omit Titu |
Label: | Gaan Janala |
“মনে করো আমি নেই ” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মের্শেদের কিছু কথাঃ
এই গানটিতে কণ্ঠ দিয়েছে শিল্পী সাঈদা শম্পা।
সুর এবং সঙ্গীতায়োজন অমিত টিটুর।
টিটুকে নিয়েই আগে বলি।
ভীষণ হাসি খুশী সুন্দর মানুষ অমিত টিটু। অনেক গুলো বছর নিয়ে ওর সাথে আমার সম্পর্ক বিস্তৃত নয়। তবে অল্প সময়ের বিস্তারে আমার গান বিষয়ক কর্মকাণ্ডকে মোটামুটি ঘেরাও করে ফেলতে সমর্থ হয়েছে অমিত। কারণ স্রেফ একটাই। সেটা হলো তার মিউজিক মুনশিয়ানা।
বছর দুয়েকের এই স্বল্প পরিসরের সম্পর্কে আমার লিখা এবং অমিত এর সুরে প্রায় চল্লিশটি গান তৈরী হয়ে গিয়েছে। এর মধ্যে গান জানালার ব্যানারে বাজারে এসেছে গোটা পাঁচেক গান। কণ্ঠ দিয়েছে বাপ্পা মজুমদার, সাঈদা শম্পা এবং স্বরলিপি।
স্বল্প সময়ে তৈরী আমাদের লম্বা লিস্ট থেকে পরের গান অর্থাৎ ৬ নম্বর গানটি আজ একই ব্যানার থেকে অবমুক্ত হচ্ছে।
এটি একটি মিষ্টি বিরহ মেশানো রোমান্টিক ধাঁচের গান। বিভিন্ন ঘরানার গান গাওয়ার ব্যাপারে ‘শম্পার’ উল্লেখ করার মতো আন্তরিকতা এবং পারদর্শিতা আছে , সে কথা আগেও বলেছি। এর আগে গাওয়া শম্পার গানগুলো শোনার পর এই গানটা শুনলে সেটা স্পষ্টতই বোঝা যাবে বলে আমার ধারণা।
শিল্পীর গায়কী এবং সুরকারের সুর মিলে যা তৈরী হয়েছে , গানটি শোনার পর, শ্রোতারা এটাকে কোনোভাবেই অযত্নে পাশে ফেলে রাখবেন না , এটা বলতে পারি।
শ্রোতাদের জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা।
মনে করো, আমি নেই আর
ভুলে গেছি, সে কথা
ছিলাম তোমার ॥
ভাবতে তুমি, পারবে কি সেই
এই আমি নেই কাছে নেই
তখন তোমার, বুকে কি
উঠবে বেজে
ব্যথা মাখা স্মৃতি- গান্ধার ।
মুগ্ধ বিকেলে , চায়েতে চুমুক
মন ছুঁয়ে যায় , কিছু সুখ
সে সুখ অবুঝ টানে কি
গাইবে গানে
ফিরে এসো তুমি একবার ।