Songs and musical hub
Title: | Bedonar Kanna l বেদনার কান্না |
---|---|
Singer: | Tarun Munshi |
Lyricist: | Golam Murshed |
Composition: | Tarun Munshi |
Music Arrangement: | Tarun Munshi, Ziaul Hasan Pial, Sohel Aziz, Haji Babu |
Label: | Gaan Janala |
“বেদনার কান্না” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মের্শেদের কিছু কথাঃ
এভাবেই শুরু করতে চাই যে, এই গানটি “তরুন এবং আমার গান” ।
তরুন এবং আমি ব্যাপারটা আলাদা ভাবেই দৃশ্যমান হয় সব সময় , বিভিন্ন ফোরামে যখন আমরা দু’জনই উপস্থিত থাকি। সেটা কেবলই দীর্ঘদিনের সাদা সম্পর্কের কারণে।
“বেদনার কান্না” গানটি আমার লিখা । কণ্ঠ, সুর এবং সংগীত এই তিনটি কাজই করেছে তরুন, যাকে তরুন মুন্সী হিসেবেই গান-পাড়ায় চিনে সবাই।
গীতিকার হিসেবে তরুনের একটা শক্ত জায়গা আছে সংগীত মহলে। তাই অন্য কারো লিখায় তরুনের গান গাওয়া কখনও প্রয়োজন হয়নি। তাই এই গানটি সেই কারণে শ্রোতা মহলে আলাদা ভাবে নজর কাড়বে বলে আমার ধারণা।
আর….তরুণ আর আমি মিলে “আমরা” ব্যাপারটাও কিছুটা হলেও দ্যুতি ছড়াবে , এই গানের মধ্য দিয়ে। বাকী কথা প্রিয় শ্রোতারাই বলবেন, এই প্রত্যাশা।
শেষে , অবশ্যই উল্লেখ করতে চাই, এই গানকে সম্মৃদ্ধ করেছে
সোহেল আজিজ (কিবোর্ড), হাজী বাবু ( রিদম প্রোগ্রামিং), জিয়াউল হাসান পিয়াল (মিক্স মাস্টারিং)…দেশের এই সব গুণী মিউজিশিয়ানরা। তাদের প্রতি রইলো ভালবাসা এবং কৃতজ্ঞতা।
তুমি অনেক কিছু বলতে গিয়ে শেষে
কোন কথা বলে গেলে না
তুমি স্বপ্নচূড়া ছুঁতে গিয়ে শেষে
একবারও পথে নামলে না
মনের ভেতর খুন হয়েছে ইচ্ছে প্রজাপতি
একবারও জানতে দিলে না
সেই বেদনার কান্না কেমন
বুঝতে দিলে না ।।
তোমার কাছে সাগর ছিলো
রোদ ছিলো চোখে
তবু মনে মেঘলা আকাশ
অচেনা অসুখে
মনের অসুখ ঠিক হবে না
সে তো ছিলো জানা
সেই বেদনার কান্না কেমন
বুঝতে দিলে না ।।
তোমার হৃদয় ভেঙ্গে হলো নিথর সরোবর
তোমারই মন বুঝবে বলে
উধাও জাদুকর
ভালোবাসা কথার কথা
ভুলেরই জাল বোনা
সেই বেদনার কান্না কেমন
বুঝতে দিলে না ।।