guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ami Boro Shadharon l আমি বড় সাধারন
Singer: Neepo
Lyricist: Golam Murshed
Composition: Neepo
Music Arrangement: Manam Ahmed
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“আমি বড় সাধারণ” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর  কিছু কথাঃ

গানটির কণ্ঠশিল্পী ‘নিপো’ ।
সংগীতায়োজনে ছিলেন আমাদের সবার প্রিয় খ্যাতিমান মানাম আহমেদ। সুর করেছে নিপো নিজে।

২০০২ সালের কথা। আমাদের নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ন্যাপিন’ থেকে  “ইউসুফ জুলেখা” শিরোনামে একটি দ্বৈত অডিও এবং ভিডিও অ্যালবাম  বাজারে এসেছিলো।  শিল্পী দু’জন ছিলো ফাহমিদা নবী এবং নিপো।
সেই অ্যালবামের একক গানগুলোর মধ্যে এটি একটি গান। মনে হলো, নতুন অবয়বে তৈরী আমাদেরই এখনকার প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’ এর ব্যানারে এই গানটা আবার নতুন করে বাজারে আসা উচিৎ। সেভাবেই গানটা আজ  আলোর মুখ দেখবে।

গান জানালা এর ব্যানারে কয়েক মাস আগে আমার লিখা একটি গান ‘একটি কবিতা’  বের হয়েছিলো। শিল্পী সাঈদা শম্পা গানটিতে কণ্ঠ দিয়েছিলো। আর সুর এবং সঙ্গীতায়োজন করেছে যে মানুষটি, সেই হচ্ছে এই নিপো। গানটির ভিডিও-এর সাথে বরাবরের মতোই আমার কিছু কথা যুক্ত ছিলো।
গানটি নিয়ে শিল্পী শম্পার গায়কীর প্রশংসা ছাড়া আর যা কিছু লিখেছি, তার অনেকটা জুড়েই ছিলো নিপো ।
আজ আর সে সব কথার পুনরাবৃত্তি করছি না।  শুধু
বলবো, আমাদের এই দেশের সংগীত কর্মকাণ্ডে নিপোর সক্রিয় ভাবে সম্পৃক্ত থাকা দরকার ছিলো। কিন্ত নিপো ঠিক  উল্টো কাজটিই করেছে।

নিপো এর আরেকটা পরিচয় অনেকেরই জানা নেই। নব্বই দশকের হৃদয় কাঁপানো গান “কখনও জানতে চেয়ো না” এর কণ্ঠশিল্পী সাইফ ভাইকে সবাই চিনেন নিশ্চয়ই। নিপো হচ্ছে সাইফ ভাইয়ের আপন ছোট ভাই।

ভাই হিসেবে কণ্ঠে হয়তো দু’জনের মিল খুঁজে পাওয়া যাবে। কিন্তু এছাড়া,  অবাক হওয়ার মতো মিল দু’জনেরই এক বিশেষ জায়গায়,  সেটা হচ্ছে, অজানা কারণে দু’জনই  অপার সম্ভাবনা এবং জনপ্রিয়তা কে  পাশে ফেলে হঠাৎ করে গান থেকে সরে গিয়েছে !

গানটির কথায় ফিরে আসি। “আমি বড় সাধারণ” গানটি উপরে উল্লেখ করা অ্যালবামের একটি গান।
এতদিন পর আজ আবার ‘গান জানালা’ এর ব্যানারে বাজারে আসছে নিপোর কণ্ঠের এই গান।

নিপোর গলায় এবং গায়কীতে এবং নিজের করা সুরে আলাদা মশলা মেশানো ভালো লাগা আছে, শ্রোতারা নিশ্চয়ই সেটা খুঁজে পাবেন, গানটি শুনে। বিশেষ করে এই প্রজন্মের প্রিয়-শ্রোতারা যখন শুনবেন, সবাই বুঝতে পারবেন, নিপোর ‘আর গান না গাওয়ার’ জন্য আমার আফসোসের কারণ।

শ্রোতাদের জন্য শুভেচ্ছা এবং ভালবাসা ।

Lyric

আমি বড় সাধারণ
নই নামি দামী
তবু চাইলেই দিতে পারি
সাদা কাগজের মতো এ হৃদয়
আর তোমার জন্য
অনেক অনেক প্রেম পাগলামী ।।

সাদা পাথর
বাতি জ্বলা ঘর তোমার
দেয়ার তো নেই ক্ষমতা
মেঘে ভাসা মন যদি চাও
দিতে পারি বাতাসে ভেজা
বিশ্বাসের আকাশ অনেকখানি ।
আর তোমার জন্য
অনেক অনেক প্রেম পাগলামী ।।

ভালবাসার
চোখেরই সাগর তোমার
দোলায় আমার পৃথিবী
কাছে যদি পাই তোমাকে
দেবো আমি হৃদয়ের শপথ
চন্দনের সুবাস, ফুলের দিঘী ।।
আর তোমার জন্য
অনেক অনেক প্রেম পাগলামী ।।