guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Bhulte Gele l ভুলতে গেলে
Singer: Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Bhabo Sindhu
Music Arrangement: Shamim Hasan
Cinematographer: Anand Sarker
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“ভুলতে গেলে” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ

‘ভুলতে গেলে” গানটিতে কণ্ঠ দিয়েছে প্রতিভাবান কণ্ঠশিল্পী সাঈদা শম্পা”
সুর করেছে ‘ভব সিন্ধু’ এবং  সংগীতায়োজনে ছিলো শামীম হাসান।

একটা জিনিস যে, আমি যা-ই গান লিখি না কেন, কোনো কারণে এই কাজ থেকে ইস্তফা দিবো, তা কখনোই মনে হয় নি। হেলে দুলে লিখার কাজ চলছে ।
সেভাবেই গত ২/৩ বছরে যে কয়টা গান লিখেছি এবং পুরোনো স্টক মিলিয়ে তার মধ্য থেকে অনেকগুলো গান শম্পা গেয়েছে এবং গান জানালার ব্যানার থেকে বাজারে এসেছে । এর মধ্য থেকে শ্রোতাদের নজর কেড়েছে, এমন গানের সংখ্যা নেহায়েৎ কম নয় ।

তবে গানগুলো তৈরীতে গীতিকার , সুরকার, সংগীতায়োজক এবং সর্বোপরি কণ্ঠ শিল্পী যারা যুক্ত থাকে, তাদের কিন্তু পছন্দের তালিকা শ্রোতাদেরও বিচারক থেকে ভিন্ন রকমও হতে পারে ।
যেমন আমার কথা যদি বলি, শম্পার গাওয়া গানগুলির মধ্যে আজকের আলোচ্য “ভুলতে গেলে” গানটি আমার পছন্দের তালিকায় অনেক উপরের দিকে এর জায়গা, সন্দেহাতীত ভাবে।সেটা এখানে আলাদা করে উল্লেখ করতে ইচ্ছা হলো ।

হয়তো কম-বেশ সবার ক্ষেত্রেই এমনটা হয় যে, নিজের প্রিয় লিখা নিয়ে বাড়তি সংশয় থাকে। কেমন সুর-সংগীত হবে, শেষ-মেশ কেমন গাইবে এর কণ্ঠশিল্পী ! গানটির ব্যাপারে এমন অবস্থা আমারও খানিকটা হয়েছিলো। কিন্তু গানটি  যখন রেকর্ড করা হয়ে গেলো, আমার সব এলোমেলো শঙ্কা নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেলো। ভব এর সুর, শামীমের সঙ্গীত এবং শেষে শিল্পী শম্পার গাওয়া, সব মিলে একটা দারুণ টিম ওয়ার্কের বদৌলতে চমৎকার একটা গান দাঁড়িয়ে গেলো। আবার বলছি, ‘আমার নিজস্ব পছন্দের গান’ একটা তৈরী হয়ে গেলো ।
আনন্দের সীমা নেই আমার !

আমার ব্যক্তিগত পছন্দের সাথে প্রিয় শ্রোতাদের মিল-অমিলের ভাবনা কে আপাততঃ সরিয়ে রেখেই বলছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, শ্রোতাদের কাছেই ‘আমার পছন্দের’ একটি গান উপহার দিতে পারার জন্য !!

গান প্রিয় মানুষদের জন্য ভালবাসা !

Lyric

ভুলতে গেলে পুড়তে হবে আরো
আমাকে আগুন আরো দাও
আগুন অরণ্যে মন পুড়ে গেলে
যাবে ছাই উড়ে,অন্য কোথাও ।।

ভুলবো বলে স্বপ্নকে বলি
পুরোনো ছবি, চাবি বদলাও
দু'চোখ আমার হয়ো না অবুঝ
এখনি কান্না থামাও ।
চোখের জলে যতো হবে নদী
এই পৃথিবী,গলবে না তাও ।

আয়না দেখে বলি মনটাকে
ফেলো না নোঙর, স্মৃতি-বন্দরে
স্মৃতির ছলনা, বুকে বেঁধো না
উজানে নৌকা ভাসাও ।
ব্যথা অন্তরে, গেঁথে রাখো যদি
পাল উড়াতে, পারবে না নাও ।