guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Bhalobasha Betha Pele l ভালোবাসা ব্যথা পেলে
Singer: Foad Nasser Babu & Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Foad Nasser Babu
Music Arrangement: Foad Nasser Babu
Cinematographer: Anand Sarker
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“ভালোবাসা ব্যথা পেলে” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ

এই দ্বৈত কণ্ঠের গানটিতে কণ্ঠ দিয়েছে প্রিয় কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। সাথে জুটি হিসেবে যিনি কণ্ঠ দিয়েছেন, তার নাম বলা মাত্রই জানি শ্রোতারা একটা বিশাল আনন্দে নড়ে চড়ে বসবেন !
উনি  “ফোয়াদ নাসের বাবু” ,
এদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড  “ফিডব্যাক” এর প্রতিষ্ঠাতা সদস্য এবং একজন খ্যাতিমান সংগীত পরিচালক । সংগীতে ওনার অবদানের স্বীকৃতি হিসেবে  ২০২৩ সালে উনি ‘শিল্পকলা একাডেমী’ পুরস্কারে ভূষিত হয়েছেন ।

কিন্তু চমক এখানে নয়। শ্রোতারা বাবু ভাইকে তার ব্যান্ড এর গানে কণ্ঠ মিলাতে হয়তো দেখেছেন এবং ভিন্ন আয়োজনে দুই একটা গানে একা কণ্ঠ দিয়েছেন ।
কিন্তু আলাদা ভাবে একটা দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন, এরকম ঘটনার উদাহরণ নেই,  বাবু ভাইয়ের সংগীত জীবনের গল্পে , এটা বলতে পারি ।

কিন্তু সেই কাজটা আমি করে ফেলেছি।গল্পটা ছোটো করে এরকমঃ

নয় মাস আগের কথা। একদিন বিকেলে বাবু ভাইয়ের ফোন পেলাম আমি। স্বভাব-প্রসূত বিনয়ে উনি বললেন , “ মোর্শেদ ভাই, আমি দুইটা গানের সুর করেছি।  লিরিক যদি লিখে দেন , আমি খুব খুশী হবো।”
ওনার  কথায় আমি “না” বলার কোনো কারণ নেই বলে, তখনই বলে দিলাম, লিখে দিবো ।
৩/৪ দিনের মাথায় আমি একটা গান লিখে পাঠিয়ে দিলাম।দু’দিন পর দ্বিতীয়টা পাঠালাম। লিরিক দু’টো পেয়ে খুব খুশী বাবু ভাই ।
তারপর আমি ওনাকে বললাম, প্রথম গানটা ডুয়েট হলে খুব ভালো হতো । বাবু ভাই এক কথায় সায় দিলেন এবং তখনই জানতে চাইলেন, কাকে কাকে দিয়ে গানটা গাওয়ালে ঠিক হবে।

আমি বললাম, ‘আপনি মিউজিক করে একটা গাইড ভয়েস দিয়ে আমাকে পাঠান। তখন আমরা আলাপ করে সব ঠিক করবো।’

দিন বিশেক পরই উনি কাজটা করে গানটা পাঠালেন। গানটা শুনলাম বেশ কয়েকবার।পরদিনই আমেরিকা প্রবাসী পেশাগত ভাবে ডাক্তার এবং একই ভাবে পেশাগত ভাবে গানের শিল্পী “সাঈদা শম্পার” কাছে গানটা পাঠালাম। শম্পা মহা খুশী , গানটা পেয়ে। শম্পার তখনও  জানা নেই , ‘male singer’ হিসেবে আমি কার কথা ভাবছি ।

এরপর আসল কাজটা শুরু ।প্রথমে , আমার লিখা শম্পার গাওয়া আগের   দু’টো গান পাঠিয়ে দিলাম বাবু ভাইকে। উনি শম্পার গলা খুব পছন্দ করলেন।  একদিন ভিডিও কনফারেন্স-এ শম্পার সাথে পরিচয় করিয়ে দিলাম বাবু ভাইকে ।

পরের সপ্তাহে আমি সরাসরি রামপুরায় বাবু ভাইয়ের ষ্টুডিও তে চলে গেলাম।
 মুখোমুখি বসে বাবু ভাইকে বললাম, ‘আমার অনেক ইচ্ছে , এই গানের Male Part টা আপনি গাইবেন এবং এইটাই শেষ কথা।’

বাবু ভাই  বিরাট ধাক্কা খেয়ে সোজা হয়ে বসলেন এবং হো হো করে হেসে উঠে বললেন, ‘ আপনি কি বলেন মোর্শেদ ভাই, আমি তো singer না, গান গাইতে পারি না !’
আমি বললাম, “ আপনি যদি সিঙ্গার না হন, তবে সিঙ্গারদের গুরু। আপনার কণ্ঠের এই গান আমাদের দেশের সংগীতের সাথে জড়িত মানুষ এবং শ্রোতাদের কাছে একটা দামী ‘collection’ হিসেবে থেকে যাবে এবং সেটা আমি চাই-ই চাই” ।
এক নিশ্বাসে কথা গুলো বললাম  বাবু ভাইকে। শোনার পর  কিছুক্ষণ চুপ করে রইলেন উনি । তারপর বললেনঃ ‘মোর্শেদ ভাই, আমার মনে হচ্ছে, আপনি কেমন যেন আমাকে জাদু করে বিপদে ফেলে দিচ্ছেন। অথচ আমি জোর দিয়ে “না” বলতে পারছি না এখন। এটা কি হলো ! ‘

এ কথা শোনার পর বাবু ভাইকে আমি বুকে জড়িয়ে ধরলাম এবং আর দেরী না করে তখনই বিদায় নিলাম ।

পরের সপ্তাহে আবার আমরা
তিনজন ভিডিও কনফারেন্স-এ কথা বললাম। বাবু ভাই এবং শম্পা দু’জনে আলাপ করে গানের স্কেল টা আবার দেখে নিলেন, মিউজিক ফাইনাল করার জন্য ।
কাজ শেষ করে বাবু ভাই শম্পাকে গানের ট্র্যাক টা পাঠিয়ে দিলেন। শম্পা হিউস্টনে তার home-studio তে নিজে নিজে গানটার ভয়েস দিয়ে বাবু ভাইকে পাঠিয়ে দিলো ।

কাকতালীয়ভাবে শম্পার আমেরিকা থেকে ২ মাস পরেই অর্থাৎ এ বছর ফেব্রুয়ারীতে ঢাকা আসার শিডিউল। সেই খবরটা বাবু ভাইকে জানিয়ে হালকা তাগিদ দিলাম, যেন এর আগেই উনি ওনার ভয়েস টা দিয়ে মিক্সিং মাস্টারিং কমপ্লিট করে রাখেন ।
কাজটা শেষ হলো এবং ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে , গানের ভিডিও শুটিংটা করে ফেললাম ।

তবে কাজ শেষ করার পরেও যখনই আমার সাথে কথা হতো বাবু ভাইয়ের , কিছুটা কোমল অস্বস্তি প্রকাশ করে বলতেন, ‘ভাই, আমার গাওয়া ঠিক আছে তো ?  তখন আমার ভীষণ ভালো লাগতো , ওনার বিনয় স্থাপনের সৌন্দর্য দেখে ! আর সেখানেই বাবু ভাই অনেকের চেয়ে আলাদা রকম ভালো মানুষ !

শেষের কথা , ফোয়াদ নাসের বাবু ভাইয়ের সুর এবং সঙ্গীতে  “ভালোবাসা ব্যথা পেলে” শিরোনামের দ্বৈত কন্ঠের একটি গান দাঁড়িয়ে গেলো, ৭ই নভেম্বর ২০২৪ তারিখে ‘গান জানালা’ থেকে গানটি বাজারে আসার জন্য।

শম্পা এবং বাবু ভাই দু’জনই দারুন গেয়েছে  গানটি ।
কিন্তু সব কিছু ছাপিয়ে যে কথাটি বড় হয়ে থাকবে আগামীর দিনগুলোতে, সেটা হচ্ছে “সাঈদা শম্পার’ সাথে “ফোয়াদ নাসের বাবু“ অর্থাৎ প্রিয় বাবু ভাইয়ের কণ্ঠে প্রথম বারের মতো একটি  দ্বৈত গান শোনার বিরল সুযোগ পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা !

মানুষের জন্য, গানের  জন্য রইলো , বিরামহীন ভালবাসা ।

Lyric

ভালোবাসা ব্যথা পেলে
অভিমানে ভেসে গেলে
বিষাদের মেঘ হয়ে হারাবে সে
যাবে সে উড়ে ।।

ভাঙ্গা মন যদি স্মৃতির মেলে ডানা  
সে তো কখনোও ঘর বাঁধা বোঝে না
ফেরারি মন যে তার
তারাদের ভীরে থেকে যায় দূরে
ভালোবাসা ব্যথা পেলে
জীবনেরই রঙ বদলের খেলায়  
চেনা ঠিকানা হয়ে যাবে অচেনা
মুছে যায় সব নদীই
মুছে যায় আকাশ
সময়ের ঝড়ে ।।

ভালোবাসা ব্যথা পেলে
অভিমানে ভেসে গেলে
বিষাদের মেঘ হয়ে হারাবে সে
যাবে সে উড়ে ।।