Songs and musical hub
Title: | Brishtira Cchuye Jay l বৃষ্টিরা ছুঁয়ে যায় |
---|---|
Singer: | Susmita Mawla |
Lyricist: | Golam Murshed |
Composition: | Basudeb Ghose |
Music Arrangement: | Basudeb Ghose |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“বৃষ্টিরা ছুঁয়ে যায়” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ
‘বৃষ্টিরা ছুঁয়ে যায়’ গানটিতে কণ্ঠ দিয়েছে কণ্ঠশিল্পী সুস্মিতা মাওলা।
সুর এবং সংগীতায়োজনে ছিলেন বাংলাদেশের একজন গুণী সংগীত পরিচালক প্রয়াত বাসুদেব ঘোষ ।
আমার লিখা এবং বাসুদেবের সুরে কোনো গানের প্রসঙ্গ আসলেই আমার আগের মতোই বলতে ইচ্ছে করছে, ওনার অকাল প্রয়াণের বেদনা বুকে চেপে ধরতে হয়। সেটা সামলে নিয়ে বলছি, আমার কোনো লিখা বাসুদেব হাতে নিলে, এক বৈঠকেই সুরটা করে ফেলতেন। এটাই তার বরাবরের অভ্যেস। সেভাবেই “বৃষ্টিরা হয়ে যায়” গানটা তৈরী হয়েছিলো, আজ থেকে ৭/৮ বছর আগের কোনো এক সন্ধ্যায়, মগবাজারে ওনার বাসা-কাম-ষ্টুডিও তে।
এমন অনেকবারই হয়েছে যে, আমরা এক সাথে বসে একটা গান তৈরী করে, গানটা কাকে দিয়ে গাওয়ালে ভালো হবে, সে আলাপ না করেই আমি বিদায় নিয়ে চলে এসেছি। এই গানটির ব্যাপারে সেটাই ঘটেছিলো। মাস দেড়েক পর জানলাম, গানটিতে কেউ একজন কণ্ঠ দিয়েছে। তবে কেন জানি এমন অবস্থা বাসুদেব বেঁচে থাকতে কখনও আসেনি, গানটির শিল্পীর নাম আমি জেনে নিবো।
আজ এতোদিন পর আমাদের “গান জানালা“ মিউজিক চ্যানেল থেকে, কণ্ঠশিল্পীর নাম উদ্ধার করে, অবশেষে আজ ১৪ই নভেম্বর ২০২৪ তারিখে অবমুক্ত হতে যাচ্ছে সেই গানটি “বৃষ্টিরা ছুঁয়ে যায়” শিরোনামে।
তবে গানটির কণ্ঠশিল্পী “সুস্মিতা মাওলা” এর সাথে আজও আমার পরিচয় হয় নি। ব্যাপারটা আমার নিজের কাছে অবাকই লাগছে।
তবুও ভালো লাগার বিষয় এই যে, শ্রোতাদের কাছে একটা মিষ্টি শ্রুতিমধুর গান উপহার দিতে পারছি। মিষ্টি কণ্ঠের সুস্মিতা খুব সুন্দর গেয়েছে গানটি।
বাকী কথা শ্রোতাদের জন্য রইলো ।
বৃষ্টিরা ছুঁয়ে যায় নীলাকাশী মন
বৃষ্টিতে ছড়ানো ভালোবাসা রঙ
সেই স্বপনে ভাসি সারাক্ষন ।
এ জীবন তুমি ছাড়া
শুধু কষ্টের কড়া নাড়া
নির্জনে বাঁধি আশা
সে তো তোমারই ফিরে আসা
ভালোবাসা রূপকথা হয়তো
স্বপ্নের হবে না পূরণ ।
নির্ঘুমে ভাসে ভেলা
সে এক ভ্রান্তির পাশা খেলা
ধুলো মাখা মরু মাঠে
আজও তুমিহীন বেলা কাটে
আমার বুকে আঁধার ছোঁয়াতে
সূর্যের লেগেছে গ্রহণ ।