Songs and musical hub
Title: | Bondhu Amar Manushtare l বন্ধু আমার মানুষটারে |
---|---|
Singer: | Mridula Samadder |
Lyricist: | Golam Murshed |
Composition: | Basudeb Ghose |
Music Arrangement: | Basudeb Ghose |
Artwork: | Ashik Rahman |
Label: | Gaan Janala |
“বন্ধু আমার মানুষটারে” গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ
আমার লিখা এবং বাসুদেব ঘোষের সুরে “বন্ধু আমার মানুষটারে” গানটিতে কন্ঠ দিয়েছে মৃদুলা সমদ্দার, বেশ কয়েক বছর আগে।
শিল্পীর সাথে আজ অবধি আমার পরিচয় হয় নি। যিনি পরিচয় করিয়ে দিতে পারতেন , সেই মানুষটা এখন আর এই পৃথিবীতে নেই । তবে , এই গানের মাধ্যমে শিল্পীর কন্ঠকে বেশ ভাল লাগা নিয়ে আমি চিনে নিয়েছি, সেটাই বড়ো পরিচয়।
বাসুদেবের অকাল মৃত্যুকে মেনে নিতে পারিনি আজও। ওনার সুরে আমার লিখা শতাধিক গান তৈরী হয়ে আছে। গোটা বিশেক গান রিলিজড হয়েছিলো। বাকীগুলোর ভবিষ্যত আমার সত্যিই অজানা।
এর মাঝে ভাল লাগার খবর হচ্ছে , “কলের গান” এর মূখ্য ব্যক্তি রাসেদুল হাসান কায়েস ( আমার ভীষণ শুভাকাঙ্খী ) ভাই জানিয়েছেন , বাসুদেবের সুর করা আমার লিখা কিছু গান ওনার কাছে আছে। ভালবেসে নিজ উদ্যোগে উনি প্রায় ১০/১২ টা গান কিছুদিন আগে আমাকে দিয়ে দিয়েছেন, আমাদের অনলাইন চ্যানেল “গান জানালা” তে এগুলো প্রকাশ করার জন্য।
“বন্ধু আমার মানুষটারে” গানটি সেই ভান্ডারেরই একটি গান। গানটি কেমন হয়েছে, সেটার বিচার সম্মানিত শ্রোতাদের জন্য রেখে দিলাম।
সবার জন্য শুভেচ্ছা রইলো
বন্ধু আমার মানুষটারে
নদী করে দে
তা না হলে পারিস যদি
পাহাড় করে দে ।
নদী সরে যাবে না
পাহাড় চলে যাবে না
তারে ছাড়া বল না বন্ধু
বাঁচি কি করে।
তার ছলনায় বুকে ধরে বিষ
ব্যথা গুলো ভুলবো কেমন করে
আমায় শিখিয়ে দিস
সে কথা জানাই কারে
কি করে দেই নালিশ
বল না আমারে।
তার বাঁশিতে আছে যাদুর শীষ
যাদু করে বাঁধলো সে আমারে
বাঁধন ছাড়িয়ে দিস বন্ধু
সে ভুলের ভালবাসা
বলে দে যদি জানিস
নিভাই কি করে