Songs and musical hub
Title: | Shurjo Othar Golpo l সুর্য ওঠার গল্প |
---|---|
Singer: | Sumona Bordhon |
Lyricist: | Golam Murshed |
Composition: | Basudeb Ghose |
Music Arrangement: | Basudeb Ghose |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
সুমনা বর্ধনের কন্ঠে গাওয়া দেশের গান “সূর্য ওঠার গল্প” নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ
গানটির সুর এবং সঙ্গীতায়োজন করেছে এদেশে গানের মেধাবী মানুষ হিসেবে সুপরিচিত বাসুদেব ঘোষ ।
কন্ঠ দিয়েছে শিল্পী সুমনা বর্ধন।
বাসুদেব বেঁচে থাকার শেষ সময় পর্যন্ত যে ক’জন শিল্পী তার সুরে গান করেছেন, সুমনা বর্ধন তাদের মধ্যে নিজের অবস্থান অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো। আমার লিখা দুটি গান সে তালিকায় আছে। মুক্তিযুদ্ধকে নিয়ে আমার লিরিকে “সূর্য ওঠার গল্প” গানটি তার একটি।
কিন্তু পরিতাপের বিষয় যে, একদিন হঠাৎ আবিস্কার করলাম, সুমনা আর গান গাইছে না। গান পাড়ায় সুমনাকে আজ অবধি আর দেখাও গেলো না। গান থেকে ওর সরে যাওয়ার কারণ আজও আমার জানা হোলো না।আমার আফসোস কিন্তু রয়ে গেলো এবং থেকে যাবে বাকী সময়। সুমনার কন্ঠে আরো অনেক অনেক গান পাওয়ার ছিলো এ দেশের বোদ্ধা শ্রোতাদের।এই গানটি শ্রোতারা শুনবেন এবং নিশ্চয়ই জানবেন, সুমনাকে নিয়ে আমার আফসোসের কারণ ।
“সূর্য ওঠার গল্প” গানটি মানুষকে এই দেশের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা, জীবন বিলিয়ে দেয়া সব শহীদ মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের সীমাহীন ঋণের কথা মনে করিয়ে দিবে।
বাসুদেবের জন্য , সুমনার জন্য এবং সর্বোপরি প্রিয় শ্রোতাদের জন্য রইলো অফুরান ভালোবাসা ।
একদিন সে
পতাকার মতো
উড়তে উড়তে
আকাশের কালো
মেঘগুলো সব
ভাঙ্গতে ভাঙ্গতে
আকাশে হারিয়ে গেলো
তাই সকাল আসলো
তাই স্বাধীনতা আসলো
তাই তার নাম দিলাম
এক সূর্য ওঠার গল্প ।।
একদিন সে
পথে যেতে যেতে সবুজ শ্যামল
ধান শালিকের জোনাক পাড়াতে
একটা স্বপ্নের কথা বলে গেলো
তাই সকাল আসলো …
একদিন সে
জলে ভাসা নদীর খয়েরী মাঝির
ঘাম ভেজা বুকে আশা জাগাতে
বুকের জামা লাল করে গেলো
তাই সকাল আসলো …