guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ami Bhalobashi Banglake l আমি ভালবাসি বাংলাকে
Singer: Neepo
Lyricist: Golam Murshed
Composition: Neepo
Music Arrangement: Manam Ahmed
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

শিল্পী নিপোর  কন্ঠে গাওয়া দেশের গান  “আমি ভালোবাসি বাংলাকে” নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ

বলতে গেল প্রায় ২২ বছর আগে “আমি ভালোবাসি বাংলাকে” শিরোনামের গানটি তৈরী হয়েছিলো। একই সময়ে এই  গানে  কণ্ঠ দিয়েছে শিল্পী নিপো । সুর দিয়েছে শিল্পী নিজে। সঙ্গীতায়োজনে ছিলেন খ‍্যাতিমান মানাম আহমেদ । আরো উল্লেখ্য যে, গানটিতে বাঁশি বাজিয়েছিলেন আরেকজন খ‍্যাতিমান সঙ্গীতজ্ঞ বারী সিদ্দিকী ।

বাংলাদেশের আকাশ, নদী, ঘাস, ফুল , পাখীর সরল চিত্রায়ণ আছে গানটির লিরিকে। সেই সরল কথাগুলো সুরে সুরে মুন্সীয়ানার সাথে ফুটিয়ে তুলেছে কন্ঠশিল্পী নিপো। তাই এক রকম আলাদা স্বাদের মশলার সুবাস পাবেন শ্রোতারা, যখন গানটি শুনবেন।
ইচ্ছে হবে, আবার নতুন করে খুঁজে দেখি আমাদের সোনালী  জন্মভূমিকে।

সবাই ভালবাসুক গান আর আমাদের এই দেশকে।

Lyric

আমি ভালবাসি বাংলাকে
মেঠো ধুলোর চিঠি আমার চোখে
স্বপ্ন আঁকে
আমার মতো এ বাংলাকে
বলো ভালোবাসে কে ?

 
বন্ধু আমি ভোরের পাখি
হাওয়ায় থাকি মেতে
গুনাই বিবির পালা গানে
যাদু আনে যখন
চাঁদনী রাতে ।
তখন আমি আর কিছুতে
পারি না এই মন মেলাতে ।।


দুঃখ সুখের দুই প্রহরী
পদ্দা-মেঘনা নদী
নদীর সাথে ধানের ক্ষেতে
দোলে হৃদয় যখন,
কাস্তে হাতে ।
তখন সুখের সূর্য ঝরে
লাল সবুজের রঙ মেলাতে ।।