guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Chhu Mantar Chhu l ছু মান্তার ছু
Singer: Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Bijoy Mamun
Music Arrangement: Bijoy Mamun
Cast: Hawaa
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“ছু মন্তর ছু” গান নিয়ে গানটির কন্ঠ শিল্পী সাঈদা শম্পার নতুন করে  সাজিয়ে লিখা  কিছু কথাঃ

এই গানটির ভিডিও ‘গান জানালা’ চ‍্যানেল থেকে প্রায় বছর দুয়েক আগেই বাজারে এসেছিলো।

এতোদিন পর একদিন হঠাৎ গেলো নভেম্বর মাসে , গানটির গীতিকার গোলাম মোর্শেদ ভাই টেলিফোনে জানালেন, গানটি নিয়ে নতুন করে ভিডিও নির্মানের বিষয়ে । বললেন, যদি ভিডিও টি নতুন পরিকল্পনা অনুযায়ী সাজানো যায়, তাহলে গানটির মূল রস  আরো সঠিক ভাবে পল্লবিত হবে। ওনার নতুন  ভাবনাটি শোনার পর মনে হলো , গানটিতে আবার নতুন করে কন্ঠ দেই, ভিডিও এর নতুন পরিকল্পনার কথা মাথায় রেখে। যেই কথা, সেই কাজ ।

কাজ শেষ হওয়ার পর যখন স্থির হলো, গানটি ২৪ শে ডিসেম্বর ২০২৪ তারিখে নতুন করে অবমুক্ত হতে যাচ্ছে,  তার দু’দিন আগে গানটি নিজেই একবার দেখে নিলাম । সব মিলিয়ে নিজের কাছে ভীষণ ভাল লাগলো। বাড়তি ভাল লাগা ছিলো এরকম যে, মনে হচ্ছে নতুন একটি গান।

গানটির এবারের মডেল দু’জন। আমি নিজে এবং ‘আমার ছোট বেলার আমি’ যে সেজেছে, তার নাম হাওয়া ।
ছোট বেলার আমি একদিন বড়ো হয়ে গেছি, কিন্তু ছোট বেলার মানসিক আদল নিয়েই বড়ো হয়েছি। যাই ভাল লাগতো, তাই পাওয়ার জন‍্য জেদ করতাম। বড়ো বেলাতেও সেরকম অবুঝপনা রয়ে গেছে। এই মিষ্টি ভাবনায় এই গানটির লিরিক তৈরী হয়েছিলো। ‘হাওয়া’ নামের ছোট্ট মেয়েটার এতো সাবলীল উপস্থাপনায়  মনে হয়েছে, সে সত‍্যিই ছোটবেলার আমি। প্রিয় শ্রোতা- দর্শকরা বাকীটা মিলিয়ে নিবেন নিশ্চয়ই।
হাওয়ার জন্য অনেক ভালবাসা ।


গানটি প্রথমবার বাজারে আসার সময় যে কথাগুলো লিখেছিলাম, সেটাও নীচে সংযোজন করে দিলাম , গানটির তৈরীর গল্পের পুরোটা তুলে ধরার  জন‍্যঃ

আমি ভাগ্যবান বটে।
সংসার এবং পেশাগত জীবনের কারণে গান গাওয়া হয়নি গত ২৫ বছর বছর। এই লম্বা ফারাকের পর আবার শুরু হোলো গান। শুরু হোলো এদেশের খ্যাতিমান গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের হাত ধরে।
অবাক ব্যাপার, প্রায় ঠিক ২৫ বছর আগে ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল কিংবদন্তি সুরকার, আমাদের বাংলা গানের “নীল মনিহার” লাকী আখান্দ।

আমার এ নতুন যাত্রার বয়স হয়েছে বছর খানেকের একটু বেশী। এর মধ্যে ১২/ ১৪ টি মৌলিক গান করে ফেলেছি। বেশ কিছু এর মধ্যে বাজারে এসেছে। সবগুলো গানই মোর্শেদ ভাইয়ের লিখা॥ বিরহ এবং বিচ্ছেদের কথা দিয়ে সাজানো গানগুলো।প্রাণ-ছোঁয়া লিখা সব গান।

এবার “ছু মন্তর ছু” তে চলে আসি সরাসরি। গত বছরের প্রথম দিকে মনে মনে ভাবছিলাম, পুরোটা আনন্দে গমগম, প্রেমের দাবী তে ভরপুর একটা গান যদি মোর্শেদ ভাই লিখতো আমার জন্য, কি যে ভাল হোতো….! তবে জ্ঞান খরচ করে ভাবলাম , সেকথা বলা ঠিক হবে না ওনাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এর ঠিক ৩/৪ দিন পরেই মোর্শেদ ভাই নিজে আমার সাথে যোগাযোগ করে বললেনঃ প্রেমে ভরপুর আনন্দের গান আমার লিখায় আসতে চায় না। হঠাৎ মাথায় আসলো, উল্টো কাজটা করে দেখি না, কি দাঁড়ায়। গান লিখে ফেললাম। তুমি গাইবে।”

আমার তো বিশ্বাসই হচ্ছিলো না। এও কি সম্ভব ? জলের কথা ভাবতেই তুমুল বর্ষণ।আনন্দে ছাদ ফুটো করে আকাশে উড়তে ইচ্ছে হচ্ছিলো। দেরী না করে , মোর্শেদ ভাই ওনার অনুজপ্রতীম সুরকার বিজয় মামুনকে দিলেন সুর করতে। মামুনকে  মনে হোলো , এরকম একটা লিরিকে সুর বসানোর জন্য তৈরী হয়ে ছিলো। চমৎকার সুর। যেন মূহুর্তে কাজটা হয়ে গেলো।  শেষে আমার পালা। গেয়ে ফেললাম কোনো কিছু চিন্তা না করেই। কেমন গেয়েছি গানটি, সেটা শ্রোতাদের হাতে দেয়া রইলো।

শ্রোতারা গানটি পছন্দ করলে, আমার ভীষণ ভাল লাগা ছাড়াও একটি বাড়তি পাওনা হয়ে যাবে আমার জন্য। সেটা হোলো, মোর্শেদ ভাইয়ের হয়তো এরকম আরো  গান লিখার আগ্রহ তৈরী হবে।

সব কিছুর পরে বলতে চাই, গানটি নিয়ে আমি আবেগ আর আনন্দে মেতে আছি ।
শ্রোতাদের জন্য রইলো অফুরন্ত ভালবাসা।

Lyric

আমায় ভালবাসবি না
মানি না রে বন্ধু
তেতুল গাছে বেঁধে সূতো
বান মেরেছি, ইচ্ছে মতো
এখন তোকে করতে আপন
করবো রে যাদু—
ছু মন্তর ছু ।।

যখন সময় ভাঙ্গা স্রোতে ভাসে
পথে বাধা, পাই না তোকে কাছে
তখন কি আর বসে আমি থাকি
কিনতে তাবিজ এক'শ ফকির ডাকি
সেই তাবিজ গলেতে বেঁধে
তোরই নামে দিবো একটা ফুঁ
ছু মন্তর ছু ।।

জলের ফোঁটা যদি অনেক ঝরে
পাথরেরও মন নাকি গলে
তোর মনটা পাথর না হয় কিছু
একরোখা এই মনটা তোরই পিছু
জানবি রে তুই এই বাজীতে
টেক্কা গুলো আমারই শুধু
ছু মন্তর ছু ।।