guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Jodi Dekhi Konodin । যদি দেখি কোনদিন
Singer: Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Bhabo Sindhu
Music Arrangement: Rupok Akondo
Cinematographer: Anand Sarker
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“যদি দেখি কোনদিন” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ


‘যদি দেখি কোনদিন’ গানটিতে কণ্ঠ দিয়েছে প্রিয় কণ্ঠশিল্পী “সাঈদা শম্পা” 

সুর করেছে ‘ভব সিন্ধু’ এবং সংগীতায়োজনে ছিলো রুপক আকন্দ ।


একটা জিনিস যে, আমি যা-ই গান লিখি না কেন, কোনো কারণে এই কাজ থেকে ইস্তফা দিবো, তা কখনোই মনে হয় নি। তার প্রধান কারণ , লিখতে লিখতে ‘এই গানটির’  মতো দুই একটা নিজস্ব পছন্দের গান লিখা হয়ে যায়। সে আনন্দে হেলে দুলে লিখার কাজ চলতে থাকে ।


আমার এ কথা গুলোতে শ্রোতারা নিশ্চয় বুঝে নিবেন, ‘যদি দেখি কোনদিন’ গানটি আমার পছন্দের তালিকায় কতো উপরের দিকে এর জায়গা ।


এছাড়া, গানটির সুরকার ভব সিন্ধুর জন্য আমার দিক থেকে সহস্র করতালি, এমন সুন্দর একটা সুর উপহার দেয়ার জন্য। সমান পরিমান করতালি পাবে এর সঙ্গীতায়োজক রুপক। এছাড়া, শম্পার ভয়েস নেয়ার কাজটা রুপক করেছে যে আন্তরিকতায় এবং মুন্সীয়ানায়, তাতে আমি মুগ্ধ হয়েছি ।


সে কারণে এটাও উল্লেখ না করলে নয় যে, এ গানের কন্ঠশিল্পী ‘শম্পা’ প্রথমেই গানটি শোনার পর সরাসরি আমাকে এসে বললো, এই গানটি আমি ছিনতাই করতে চাই এবং এটাই শেষ কথা । 

সাথে এটাও ঠিক যে , শম্পা ছিনতাইকৃত গানটিতে যার পর নাই আন্তরিকতা ঢেলে তার কন্ঠ দিয়েছে ।


আগের অন্য একটি পছন্দের গানের কথা লিখতে গিয়ে আমি একইভাবে উল্লেখ করেছি যে, আমার ব্যক্তিগত পছন্দের সাথে প্রিয় শ্রোতাদের মিল-অমিলের ভাবনা কে আপাততঃ সরিয়ে রেখেই বলছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, শ্রোতাদের কাছেই ‘আমার লিখা পছন্দের আরও একটি গান” উপহার দিতে পারার জন্য !!


গান প্রিয় মানুষদের জন্য সব সময়ের ভালবাসা !

Lyric

যদি দেখি কোন দিন

আমাদের পরিচয় 

ছিলো নষ্ট সময়

পুরোটা খেলা কানামাছি

ভেবে নেবো আমি একটা জীবন

ভুলের লতায় বেঁধেছি ।।


হৃদয়ের সুখ বেলা

সুখের সে ভুল

বসন্ত ব্যাকুল চৈতালি ফুল

যদি কখনো হোয়ে যায় স্মৃতি

দেখে নিও তুমি, রঙ্গিন সে খাম

নিজেই ছিঁড়ে ফেলেছি।


অজানা খেয়ালে সাজানো তোমার

হৃদয় হরণের, কৌশলী ছল 

বুঝতে যদি হোয়ে যায় দেরী

দেখে নিও প্রেমের, চন্দন চিতায় 

আগুন নিজেই দিয়েছি ।