Songs and musical hub
Title: | Dekhecchi Shey Tomake l দেখেছি সে তোমাকে |
---|---|
Singer: | Ferdous Wahid & Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Lucky Akhand |
Music Arrangement: | Manam Ahmed |
Cinematographer: | Anand Sarker |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“দেখেছি সে তোমাকে” শিরোনামের গানটি নিয়ে এই গানের গীতিকার গোলাম মোর্শেদ এর কিছু কথাঃ
এদেশের সঙ্গীতের কিংবদন্তী তুল্য খ্যাতিমান মানুষদের সম্মিলিত আয়োজনে তৈরী হয়েছে এই বিশেষ গানটি।
আমার লিখা গানটিতে সুর দিয়েছেন লাকী আখন্দ,২৫ বছর আগে । আর এতোগুলো বছর পর, তাতে কন্ঠ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ এবং সাথে সাঈদা শম্পা , আর সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ ।
ব্রিটিশ শাসনের আমল থেকে বাংলাদেশের স্বাধীনতা সময় পর্যন্ত বাঙালী সত্ত্বা এবং বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে জীবনকে উৎসর্গ করেছেন যারা, তাদের নিয়ে এই গান।
এমন একটি গান মর্যাদার মুকুট পরে “গান জানালা” এর ব্যানারে বাজারে আসছে ২৪ শে মার্চ ২০২৫ তারিখে।
গানটি পেছনের গল্পটা এরকমঃ
একদিন দুপুরে হঠাৎ লাকী ভাই ফোন করে বললেন, বাংলার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদেরকে নিয়ে একটা গান চাই। কথাটা মাথায় ঢুকে গেলো। ৩ দিন পর আমি পাল্টা ফোন করে জানালাম, গান টা লিখে ফেলেছি । উনি বললেন, আজই সুর করে ফেলবো । সন্ধ্যায় লাকী ভাইয়ের বাংলা মটরের বাসায় চলে গেলাম। এমন ঘটনা কখনো হয়নি, একটা গানে সুর দিতে ওনার দ্বিতীয় দিন বসতে হয়েছে । সেদিনও তার ব্যতিক্রম হয়নি। ১ ঘন্টার মধ্যে গানটির সুর করা শেষ। তারপর এভাবে বললেন, শোনো, এমন একটি গান তৈরী হলো , গানটি কে অথবা কে কে গাইবে, আমরা একটু চিন্তা করে সিদ্ধান্ত নিলে ভাল হবে।
এরপর আরো অনেক গান তৈরী করেছি দু’জন মিলে। কিন্তু এই গানটির ব্যাপারে আমাদের আর বসা হয়নি।লাকী ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, সেটাও বেশ কয়েক বছর হলো।
তারপর একটা অদ্ভূত ঘটনা ঘটে গেলো মাস তিনেক আগে। মানাম ভাইয়ের সাথে গান নিয়ে ফোনে কথা হচ্ছিলো। লাকী ভাইয়ের প্রসঙ্গ আসতেই ,ওনাকে সেই গানটির কথা বললাম ।উনি বললেন, আর দেরী না করে, চলেন গানটার মিউজিক করে ফেলি। সায় দিলাম এবং মানাম ভাই গানটির মিউজিক করে ফেললেন। এরপর দু’জন মিলে ঠিক করলাম, এটি একটি দ্বৈত গান হলে ভাল হয় ।
আমি ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের কথা বললাম। সাথে আমেরিকা প্রবাসী কন্ঠশিল্পী সাঈদা শম্পার কথা।
শম্পা এর মধ্যে আমার লিখা এবং মানাম ভাইয়ের সুরে তৈরী একটি গেয়ে ফেলেছেন । তাই শিল্পী নির্বাচনের কাজটা সহজ হয়ে গিয়েছিলো এবং সেভাবেই কাজ এগুলো।
ফেরদৌস ভাই দ্বিধাহীন চিত্তে রাজী হয়ে গেলেন। আর শম্পারও মুখে ইয়েস।
প্রথমে শম্পা কন্ঠ দিলো। তারপর ফেরদৌস ভাই । মানাম ভাই সুন্দর করে ফেরদৌস ভাই এর ভয়েস নিলেন। সেদিন শম্পাও স্টুডিও তে উপস্থিত ছিলো।শেষে দু’জনের স্টুডিও শুটিং এর কাজ শেষ হোলো।
এখানে উল্লেখ্য যে, ‘গান জানালা’ প্রায় প্রতিটা গানের ক্ষেত্রেই রেকর্ডিং শেষে গান তৈরীর সাথে সংশ্লিষ্ট মূল ব্যক্তিদের নিয়ে ৫/১০ মিনিটের একটা ভিডিও সেশনের আয়োজন করে থাকে, গানটির পেছনের গল্প নিয়ে। সেভাবে সেদিনও সেই ভিডিও-আড্ডায় বসেছিলাম ফেরদৌস ওয়াহিদ, মানাম আহমেদ এবং সাঈদা শম্পা এবং আমি।
গানটি নিয়ে আমরা ৪ জন আনন্দে কতোখানি আপ্লুত ছিলাম, একটা সহজ উদাহরণ দিলেই সেটা বোঝা যাবে ।
কথা ছিলো আড্ডা হবে ৫ মি থেকে ১০ মি পর্যন্ত । সেভাবে ক্যামেরা অন করার পর আড্ডা চলতে থাকলো এবং সেটা এমনই মুখরতায় ভেসে গেলো যে, পাক্কা দেড় ঘন্টা সময় লেগেছে , সে আড্ডা শেষ করতে।
এবার শম্পার কিছু কথাঃ
এরকম খ্যাতিমান ভারী ভারী মানুষদের সম্মিলনে তৈরী গানটিতে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে অনেক সম্মানিত বোধ করছি , শুধু সেটা নয়, স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি সেটা পরখ করতে নিজের শরীরে নিজে চিমটি কেটে দেখার মতো অবস্থা হয়েছিলো আমার।
বাংলাকে নিয়ে,বাঙালী সত্ত্বার অস্তিত্বের আন্দোলনে বুকের জামা খুলে দিয়ে প্রাণ বিসর্জন দেয়া বীরদের ইতিহাস নিয়ে এমন একটি গান মানুষের কাছে আসছে ! কি যে ভালো লাগছে , লিখে বোঝাবার সাধ্যি নেই আমার।
তাই বাকী কথা শ্রোতাদের মুখে শোনার জন্য অপেক্ষায় রইলাম, সামনের দিনগুলোতে।
দেখেছি সে তোমাকে , চাঁদেরই বসন্তে
দেখেছি সে তোমাকে , সূর্যকে আনতে
তুমি আলোর এক সকাল এনে
ছুঁয়েছো গোধূলী ।
দেখেছি সে তোমাকে , দুঃখতে কাঁদতে
গেয়েছিলে যে তুমি , মুক্তিরই গান যে
রেখেছো মনে ঝাঁঝরা বুকের রক্তগুলো কি?
তাই তো তোমার চাওয়া , তার ভালবাসাতে
সাতকাহনের ফুলগুলিকে জড়ো করেছি
তারই টানে , গানে গানে স্বপ্ন বুনেছি ।
তুমি দুঃখেরই মতন আজও কি
তুমি যে সুখেরই মতন আজও কি
পাওয়া না পাওয়ার মাঝে থাকো কি
এ সবুজ নীল আকাশে ভাসো কি
তাই ভুলিনি তোমাকে , দ্যাখো আজও
অনুভবে রাখি মনে , জানো কি ?
তুমি হাওয়াতে ভেসে এসে কি
আবারও দু’চোখের দেখা দিবে কি
মাটির মানুষের পাশে বসে কি
সোনালী দিন ফিরায়ে দিবে কি
তাই আজও যে তোমাকে ডাকি কাছে
অনুভবে রাখি মনে , জানো কি ?