Songs and musical hub
Title: | Thakar Kono Mane nei l থাকার কোন মানে নেই |
---|---|
Singer: | Janes Sumon |
Lyricist: | Golam Murshed |
Composition: | Shahid Mahmud |
Music Arrangement: | Shahid Mahmud |
Cinematographer: | Ashik Rahman |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“থাকার কোন মানে নেই” শিরোনামের গানটি নিয়ে এই গানের গীতিকার গোলাম মোর্শেদ এর কিছু কথাঃ
এই গানটি গেয়েছে জেনস সুমন।
সুর এবং সঙ্গীতায়োজন করেছে শহীদ মাহমুদ।
সুমনকে নিয়ে কিছু বলার আগে শহীদ মাহমুদের কথা বলবোঃ
আমার ইদানীং সময়ে রিলিজড হওয়া কয়েকটি গানের ‘পেছনের গল্প’ বলতে গিয়ে আমি প্রায় একই রকম কথা বলেছি, সেকথা আজকের গানের ব্যাপারেও প্রাসঙ্গিক । বহু বছর পরে চেনা গানের মানুষ গুলো ফিরে আসছে। গান নিয়ে বসছি তাদের সাথে পরমানন্দে।
মাস দু’য়েক আগের এক বিকেলে একটা ফোন পেলাম। বললো আমি শহীদ মাহমুদ বলছি। ২৫ বছর আগে নিয়মিত আপনার ধানমন্ডি অফিসে আসতাম, যখন লাকী আখন্দ সহ আপনারা গান নিয়ে বসতেন।
শহীদকে চিনতে আমার একটুও অসুবিধা হয়নি। জানতাম ও বড়ো বড়ো ব্যান্ডের সাথে ড্রাম বাজায়। কনসার্টে গান গায়। দু’চারটা প্রোগ্রামে আমিও উপস্থিত ছিলাম।
এতোদিন পর শহীদের ফোন পেয়ে আমি যারপরনাই অবাক ! ভীষণ বিনয়ের সাথে বললো, এতো গুলো বছর আপনাকে যা বলতে সাহস পাইনি, সেটা বলার জন্য ফোন দিয়েছি। বললো, আমি আপনার লিরিকে কয়েকটা গানে সুর করতে চাই। পছন্দের শিল্পীদের দিয়ে গান গাওয়াবো। আর অনুমতি দিলে, আমিও একটা গান গাইবো।
গানের মানুষদের আরেকটা নিজের পরিবার মনে হয়।প্রতিদিন পরিবার টি বড়ো হয়েছে আজকের দিন নিয়েই। শহীদের মনের কথাগুলো শুনে মনে হোলো, অনেক দিন পর আমার এক হারিয়ে যাওয়া ছোট ভাই, আমার ঠিকানা খুঁজে পেয়ে আমার কাছে আসতে চাইছে। শহীদ কে ‘হ্যাঁ’ বলে দিলাম।
তিন দিনের মাথায় ফোন করে শহীদ আমার বাসায় এলো এবং দেখা মাত্রই প্রচন্ড আবেগে জড়িয়ে ধরলো । তারপর পুরোনো স্মৃতিচারণ। শেষে গান নিয়ে প্রসঙ্গ শুরু হোলো। আমি আগে থেকেই আমার লিখা কয়েকটা লিরিক ওর জন্য আলাদা করে রেখেছিলাম। সেগুলো তার হাতে তুলে দিলাম।
ঘন্টা দুয়েকের মধ্যে শহীদ “বন্ধু আবার দেখা হলে” শিরোনামের একটা গানের সুর শেষ করলো।
আমার বেশ পছন্দ হয়েছে শুনে সুরকার আকাশে উড়তে লাগলো। সেদিন যাওয়ার সময়, ওর ইচ্ছেতে সাথে আরো ৩ টা লিরিক দিয়ে দিলাম। এর মধ্যে আবিষ্কার করলাম, শহীদ ভীষণ সিরিয়াস একজন মানুষ, গান এবং ওর জীবনের ব্যাপারে। খুব আশ্বস্ত হলাম। এরপর ফলাফল এমন যে, এই এক মাসের মধ্যে সে আমার লিরিকের উপর মোট পাঁচ টা গানে সুর দিয়ে ফেললো।এর মধ্যে জেনে গেছি, শহীদ খ্যাতিমান শিল্পী ফেরদৌস ওয়াহিদের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছে। সে সুবাদে, তৈরী হওয়া পাঁচটি গানের মধ্যে দুটি গানে ফেরদৌস ওয়াহিদ কন্ঠ দিয়ে ফেললেন।
একটি গান নিজে গাইলো। চার নম্বর গান আরেক জনের জন্য রেখে দিলো।
আর শেষ গান অর্থাৎ পাঁচ নম্বর গানটি শহীদ যখন আমাকে শোনালো, দেখতে পেলাম একটা রক মেজাজের গান তৈরি হয়েছে, মেলডি মিশ্রনে। এবার আমি আগ বাড়িয়ে শহীদকে বললাম, রক ঘরানার একজন শিল্পী হলে ভাল হয়। ও মিনিট খানিক থেমে বললো, জেনস সুমন হলে ভাল হয়। সাথে সাথে আমি গলা চড়িয়ে বলে উঠলাম, একদম ঠিক আছে।
দু’দিন পর শহীদ ফোন জানালো, সুমন গানটা গাইবে ।
তার ঠিক পরের দিনের ঘটনা।সকাল বেলাতেই Facebook -এ সুমনের মেসেজ আসলো। লিখেছে, ভাই, যখনই শুনেছি, গানটা আপনার লিখা, কোন কিছু দেখতে না চেয়ে , আমি এক কথায় রাজি হয়ে গিয়েছি। মনে হোলো, ভালবাসা সব সময়েই অমূল্য। যেদিন ভয়েস দেয়ার দিন আসলো, জানলাম শহীদ এবং সুমন দুপুর ২ টার দিকে স্টুডিও তে ঢুকেছে এবং কাজ শুরু হয়ে গেছে।
আমি দু’ঘন্টা পর ঢুকলাম। তখন সুমনের গানটার মুখ এবং ১ম অন্তরা গাওয়া শেষ। ২য় অন্তরা ধরবে এমন সময়, দুর থেকে আমাকে দেখে ভয়েস-রুম থেকে বেরিয়ে এসে আমাকে জোরে জড়িয়ে ধরলো। কি যে ভাল লেগেছিলো !
বাকী কাজ শেষ হয়ে গেলো এক ঘন্টার মধ্যে। তারপর ভিডিও তে ধারণ করা আমাদের
আড্ডার সেশন চললো। বার বার একই কথা বলছিলো সুমন, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হোলো।
গানটি শোনার পর নিজের কাছেই প্রশ্ন রাখলাম, আমার লিখা গান এর আগে কেন দেয়া হয়নি সুমন কে ? নিজেই উত্তর খুঁজে নিলাম, এই সময়েই কাজটা হওয়ার ছিলো।
সুমনের আবেগ এবং আগুন মেশানো গলায় গাওয়া এই গান ভাল লাগার জোয়ারে ভাসাবে শ্রোতাদেরকে, এটা বলতে পারি।
ভালবাসা রইলো শ্রোতাদের জন্য।
থাকার কোনো মানে নেই
তুমি হীন শহরে
আমি আর থাকবো না
যাওয়ার ঠিকানা তো জানি না
শুধু জানি এই জীবনের
জোড়া-তালির গল্প
ভেঙ্গে চুরে যাবো দুরে
আর তো ফিরবো না ।
গুছিয়ে নিয়েছি কাপড়
কবিতার বই, দুইটা চাদর
স্মৃতি ভেজা খাম, আর একটা
পুরোনো হারমোনিয়াম
হায় রেখে আমি
যাবো কোথায়
বেদনা সেতো জানি না ।
ভেঙ্গে চুরে যাবো দুরে
আর তো ফিরবো না ॥
আমি যে ভুলেছি সবই
চেনা বাসস্টপ তার সেই বাড়ি
হাতে রেখে হাত চাঁদ দেখতাম
এখন যে তার নেই কোনো দাম
হায় সেকি ভাল
বেসে ছিলো
সে কথা, আজও জানি না ।
ভেঙ্গে চুরে যাবো দুরে
আর তো ফিরবো না ।