guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ekta Khobor Dichhi l একটা খবর দিচ্ছি
Singer: Janes Sumon
Lyricist: Golam Murshed
Composition: Shahid Mahmud
Music Arrangement: Shahid Mahmud
Cinematographer: Ashik Rahman
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“একটা খবর দিচ্ছি” 
শিরোনামের গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর গানটি নিয়ে কিছু কথাঃ

গানটিতে কন্ঠ দিয়েছে  “জেনস সুমন”। 
সুর এবং সঙ্গীতায়োজন করেছে “শহীদ মাহমুদ”।

শিল্পী জেনস সুমনকে চিনি অনেক অনেক বছর ধরে। সেই সময় থেকে আজ অবধি সুমন এদেশে গানের জনপ্রিয় মুখ। 

তবে মাত্র মাস তিনেক আগে আমার লিখা  “থাকার কোনো মানে নেই” গানটিতে সুমন প্রথম কন্ঠ দিয়েছে এবং ২ মাস হলো সেটা বাজারে এসেছে। খুব ভাল লেগেছে যে, গানটি দারুণ ভাবে প্রশংসিত হয়েছে শ্রোতাদের কাছে। 

সেই গানটি করার পর পরই ভিডিওতে ধারণকৃত একটা আড্ডাতে সুরকার শহীদ মাহমুদ আবেগপ্রবণ হয়ে বলে ফেলেছিলো যে, সুমন কে মাথায় রেখেই আমি গানটি লিখেছিলাম। সুমন তখ্খনি কথাটা পাকড়াও করে আড্ডাতে যা বললো সেটা এরকমঃ
“ যখন শহীদ ভাই আমাকে জানালো, আমাকে ওনার সুরে একটা গান গাইতে হবে, যেটা লিখেছেন গোলাম মোর্শেদ। মোর্শেদ ভাইয়ের লিখা শুনেই আমি আর কোনো প্রশ্ন না করেই রাজী হয়ে গেলাম। শহীদ ভাই গানটা যখন আমাকে পাঠালো প্র‍্যাকটিস করার জন‍্য, লিরিক দেখে খুব মনে ধরলো এবং কিন্তু সাথে সাথে এটাও মনে হোল, গানটা উনি আমার কথা ভেবে লিখেন নি।”
এই কথা বলেই সুমন বিরাট করে হেসে আসর গরম করে দিলো। আড্ডাতে ছিলাম আমরা তিনজনই। সাথে সাথে এর ফায়সালা হয়ে গেলো আমার উত্তর শুনে। আমিও খুব হেসে  বললাম, আসলেই গানটি কে গাইবে, সেটা ভেবে লিখিনি। সুমনের আন্দাজই সত‍্যি । একটা মিষ্টি লজ্জায় পড়ে গেলো শহীদ কয়েক মুহূর্তের জন্য । সবাই মিলে খুব মজা পাচ্ছিলাম তখন। 

তবে…. এর পরপরই আড্ডার শেষ দিকে আমি একরকম ঘোষণা দিয়ে বললাম, খুব তাড়াতাড়ি আমি জেনস সুমনের কথা ভেবেই একটা গান লিখবো।

উপরের গল্পটা  অন্য গান বিষয়ক হলেও আজকের গানের সাথে যোগসূত্র আছে এভাবেই যে, ঐ আড্ডাতে ঘোষনা দেয়া কাজটি আমি করে ফেলেছিলাম। সুমনকে মাথায় রেখেই  একটা গান লিখা হয়ে গেলো আমার। সেই শহীদ মাহমুদকেই বললাম, সুর এবং সঙ্গীত করে ফেলতে। শহীদ নিজেও এবার সুমনকে মাথায় রেখে তার কাজটি করে ফেললো। তারপর সুমন ভয়েস দিয়ে ফেললো এবং চিত্রায়নের কাজটি শেষ হোল খুব তাড়াতাড়ি ।

সেই গানটি আজ ১৫ ই জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ৬ টায় “গান জানালা” এর ব্যানারে অবমুক্ত হতে যাচ্ছে । 

“ একটা খবর দিচ্ছি” শিরোনামের গানটি ইথারে ভেসে ভেসে আর ডাকপিয়নের হাতে হাতে সুমনের মনের খবর নিয়ে আসছে শ্রোতাদের কাছে !

গানটি সুমন কেমন গেয়েছে, গান শুনে সেই কথা উচ্ছ্বাসের সাথে প্রিয় শ্রোতারা বলবেন নিশ্চয়ই । 

তবে আমার দিক থেকে এটা বলতে পারি, সুমন তেমন করেই আবেগের বেলুন ফাটিয়ে গানটি গেয়েছে, ওর জন‍্য তৈরী করা গানটিকে আত্মস্থ করে।

শ্রোতাদের জন‍্য রইলো অফুরান ভালোবাসা ।

Lyric

একটা খবর দিচ্ছি 
ইথারে ভেসে 
আকাশে বাতাসে উড়ছে 
সে খবর 
ডাক পিয়ন ঘরে ঘরে নিয়ে গেছে 
সেই চিঠি ।
একটা খবর দিচ্ছি 
আমি প্রেমে পড়েছি ।

সেই মেয়ে নীল নয়না
সেই মেয়ে সোনালী বসনা 
তবে তার সাথে 
আজও দেখা হোলো না
তবে তাই বলে মন 
আমি খারাপ রাখি না
যদি তার দেখা  পাই 
ফুলের কোলাহলে
শোনাবো তারে
আমি বিসমিল্লাহর সানাই
তবে বুঝবে মেয়ে
তারই জন্য জীবন
তুলে রেখেছি ।
একটা খবর দিচ্ছি 
আমি প্রেমে পড়েছি ।

তারে ডাকি পাখী চন্দনা
সেতো মন ভাঙ্গতে জানে না
সবাই রেখো জেনে
আমি প্রেমের খলিফা 
প্রার্থনা আমার 
বিফলে যাবে না
আরো রেখো জেনে 
হাতে আছে আমার
যাদু জানা সেই
হ্যামিলনের বাঁশি
জানি জানা তার আছে
তার জন্য বাঁশিটা
আমি তুলে রেখেছি ।
একটা খবর দিচ্ছি 
আমি প্রেমে পড়েছি ।



I’ve a news to share.
It’s floating in the air,
Riding the breeze,
The sky and wind whisper it.
Even the Mailman  has carried this message 
to every doorstep.
I’ve a  news to share:
I’ve fallen in love.

She’s the girl with deep blue eyes
She’s the girl dressed in golden light.
But still,
I haven’t met her yet.
Even so,
I don’t let sadness take over.
Because if I ever meet her—
In the noise of blooming flowers—
I’ll let her know
My heart sings for her.
She’ll understand then
That my life
Has been waiting just for her.
I’ve a  news to share:
I’ve fallen in love.

I call her my little bird Chondona
She doesn’t even know how to break a heart.
Let the world know this:
I’m a lead follower of love.
My prayers won’t go 
in vain
Also know—
In my hand, I hold
The magic flute of Hamelin.
I know, someday,
She’ll come when she 
Listens to
The song I’ve saved
Just for her.
I’ve a news to share:
I’ve fallen in love.