Songs and musical hub
Title: | Bondhure Tui Dekhish Abar l বন্ধুরে তুই দেখিস আবার |
---|---|
Singer: | Bijoy Mamun |
Lyricist: | Golam Murshed |
Composition: | Bijoy Mamun |
Music Arrangement: | Bijoy Mamun |
Cast: | Vocal & Lead Guitarist - Bijoy Mamun, Bass Guitarist - Tutu, Lead Guitarist - Zia, Drummer - Sahid |
Cinematographer: | Ashik Rahman |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
বন্ধুরে
তুই দেখিস আবার
মেরামত হবে ভাঙ্গা মনের ভাঙ্গা রাস্তা ,
ভেজা কুয়াশার ভেজা ভেজা ভোরে
চাকা ঘোরাবে, পথ হারানো রেলগাড়িটা ।
ফের পাখীদের ডানার ভিড়ে
হয়ে যাবে নীল আকাশের ভিটা ।।
এখনো শহর গ্রাম গলিতে
লাইন ধরে থাকে, হিংসা অসুখ
তবু জিতে যাবে প্রেমের চিরকুট
লালন গানের মরমী কথা ।
ফের পাখীদের ডানার ভিড়ে
হয়ে যাবে নীল আকাশের ভিটা ।।
এখনো মানুষ সবুজ ঠিকানায়
বোমা ফেলে ডাকে,শান্তি সভা
তবু জিতে যাবে, মাদার তেরেসা
সূর্য সেনের বুকের রক্তের লাল কবিতা ।
ফের পাখীদের ডানার ভিড়ে
হয়ে যাবে নীল আকাশের ভিটা ।।
#lyrics
Hey friend,
you'll see it again someday—
The broken road of a broken heart will heal.
In the damp dawn filled with mist,
The lost train will roll its wheels again.
And once more, in a sky crowded with wings,
We’ll find birds soul painted blue.
Even now, in streets of towns and villages,
Jealousy and sickness wait in line.
Still, love will win—through notes we hide,
And the soulful words of Lalon’s rhyme.
And once more, in a sky crowded with wings,
We’ll find birds soul painted blue.
Even now, in green address books of men,
Bombs are thrown—then comes a peace parade.
But still, truth will shine—through Teresa’s hands,
And the blood-red poems of Surya Sen’s flame.
And once more, in a sky crowded with wings,
We’ll find birds soul painted blue.