Songs and musical hub
Title: | E Kemon Holo l এ কেমন হলো |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Sajib Das |
Music Arrangement: | Sajib Das |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“এ কেমন হলো” শিরোনামের গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর গানটি নিয়ে কিছু কথাঃ
গানটিতে কন্ঠ দিয়েছে প্রিয়মুখ সাঈদা শম্পা ।
সুর এবং সঙ্গীতায়োজনের কাজটি করেছে আরেকজন প্রিয় মানুষ সজীব দাস।
দেখা গেছে, সজীব এবং আমি মিলে শিল্পী শম্পার জন্য কোন গান তৈরিতে বসলে বেশির ভাগ ক্ষেত্রেই মেলোডি ভিত্তিক বিরহের গান করে ফেলি। এইবারের গানটি আলাদা রকমের। একটি মিষ্টি সুখানুভূতির গান “এ কেমন হলো” ।
শম্পার একটি আলাদা যোগ্যতা আছে বলে আমার ধারণা । সেটা হচ্ছে, যে কোন আঙ্গিকের গানেই তার কন্ঠে সাবলীলতা খুঁজে পাওয়া যায়।
এই গানটি তার পোক্ত উদাহরণ। গানটি শোনা ছাড়াও, শ্যুটিং এর সময়েও তার সাবলীল অভিব্যক্তিতে সেটা খুব স্পষ্ট ।
“গান জানালা” এর প্রিয় শ্রোতারা গানটি শুনে আরাম এবং আনন্দ মেশানো স্বাদ পাবেন, আশা রাখছি।
শ্রোতাদের জন্য রইলো অফুরান ভালোবাসা ।
#lyrics
এ কেমন হলো,
পলকে তাকে দেখে
মন যে হারিয়ে গেলো ।।
যেন এক ঘুম ভাঙ্গা ভোরে
কুয়াশা প্রহরে মায়াবী সূর্য আলো,
এই হৃদয় ভাসিয়ে দিলো ।।
সে ছিলো দাঁড়িয়ে
যে চেনাগলি ছাড়িয়ে এক বাস ষ্টপেজে
তার চোখে তাকিয়ে
তেত্রিশ কে,ভি,এ বিদ্যুৎ শকে
পৃথিবীটা আমার পুড়ে ছাই হয়ে গেলো ।
দুচোখে টানা তার বিদ্যুৎ তারে
এই মন মুগ্ধতায় তবু ঝুলে থাকলো
মন সারাক্ষন আজও তারই খোঁজে
কবে কোথায় হারালো সে
তাই মন, পড়ে থাকে বাসষ্টপেজে
স্বপ্ন দেখার সুখ বুঝতে দিয়ে
সে মন কেড়ে নিয়েছিলো ।
What just happened?
Once looking at him —
and my heart was gone.
Like morning light through the fog
soft and sudden,
He swept through my soul.
He was standing there,
just past the lane I always knew —
at some bus stoppage.
One glance from him,
like a 33 kVA electric shock —
my world turned to ashes.
That steady gaze of him
caught my heart in mid-air
and it’s still hanging there.
My mind still looks for him every day —
where did he disappear?
So now, my thoughts linger
by that bus stoppage
where he stole my heart
with a smile that knew how to dream.