Songs and musical hub
Title: | Virao Ghate Nao l ভিড়াও ঘাটে নাও |
---|---|
Singer: | Sayeeda Shampa & Kamruzzaman Rabbi |
Lyricist: | Golam Murshed |
Composition: | Sajib Das |
Music Arrangement: | Sajib Das |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“ভিড়াও ঘাটে নাও” শিরোনামের গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর গানটি নিয়ে কিছু কথাঃ
“গান জানালা” চ্যানেল থেকে আবার একটি দ্বৈত গান অবমুক্ত হতে যাচ্ছে আজ ২০ শে জুন, ২০২৫ তারিখ সন্ধ্যা ৬ টায়।
এই গানের সুরকার এবং সঙ্গীতায়োজক সজীব দাসকে নিয়ে শুরু করছি। প্রায় আট মাস আগে একদিন সজীব একসাথে তিনটি গানের সুর করে পাঠিয়ে দিলো আমাকে। এও বলে দিলো, সব গুলো গান ডুয়েট হবে। বলে দিলো, সেভাবেই যেন লিরিক সাজাই। জেনে নিলাম, কোনো শিল্পী বা শিল্পীদের কথা মাথায় রেখে সুর করেছে কিনা সজীব। উত্তর দিলো “না” ।
পরে বললো,একটা সুর আছে ফোক আঙ্গিকের। সেখানে যেন ‘মাঝি’ চরিত্র টা লিরিকে থাকে।
যেদিন সুরটি নিয়ে বসলাম, একজন কলসী হাতে জল আনতে যাওয়া নারী এবং একজন মাঝিকে মনে মনে দাঁড় করালাম, লিরিকটির জন্য। জলের উপর সেই ভাবনার আলপনা আঁকতে আঁকতে গানটি লিখা হয়ে গেলো সেদিনই। গানের নাম দিলাম “ভিড়াও ঘাটে নাও” ।
এখনকার সময়ে নতুন স্বাদের গান তৈরি হলেই শিল্পী শম্পার কথা মনে হয় আগে। শম্পাকে জানানোর পর সে নিজেই গানটি নিয়ে আরেক ধাপ এগিয়ে গেলো।
একজনের কথা বললো আমাকে, যাকে আমি ব্যক্তিগত ভাবে চিনতাম না। শম্পা কিন্তু আগেই তার গান আমাকে শুনিয়েছে এবং বলে রেখেছিলো যে, সব কিছু মিলে গেলে, একদিন ওর সাথে দ্বৈত গান করবে। যার কথা বলছি, ওর নাম “কামরুজ্জামান রাব্বি”। রাজী হয়ে গেলাম।
কিন্তু আমার সাথে রাব্বির যেহেতু যোগাযোগ নেই, আমি সজীব দাসের উপর ভর করলাম। সজীব খুব সহজে কাজটি করে ফেললো।
“ভিড়াও ঘাটে নাও” গানটি হয়ে গেলো। ধলেশ্বরী নদীতে গানটির চিত্রায়ন হলো।শ্যুটিং ভীষণ আনন্দের সাথে করলো শম্পা এবং রাব্বি ।
বিশেষ করে রাব্বির নৌকা চালানো দেখে মনে হয়েছে, ও আরেক জনমে “মাঝি” ছিলো। শম্পাকেও দেখলাম, মাঝির মানুষ হয়ে নৌকায় ভেসে ভেসে গলা ভাসিয়ে দিচ্ছে ।
এবার শিল্পী দু’জনের কথা বলি।
আগেও বলেছি, শিল্পী সাঈদা শম্পা,যে কোন আঙ্গিকের গানেই বেশ সাবলীল। এই গানটিও তার একটি উল্লেখ করার মতো উদাহরণ। ।
আর রাব্বির কন্ঠ হচ্ছে পরিস্কার এবং পরিশীলিত। সে ভাল করে জানে এবং বোঝে, কি ধরনের গান সে গাইছে এবং কতোখানি দরদ দিয়ে গাইতে হবে, পরিমিতি বোধকে সজাগ রেখে।
তবে এই গান কবে বাজারে আসবে, একজন শ্রোতা হিসেবেই মুখিয়ে ছিলাম আজকের দিন পর্যন্ত। প্রিয় শ্রোতারা গানটি শুনে এবং দেখে নিশ্চয়ই বুঝবেন, দ্বৈত গানটি নিয়ে আমার বাড়তি আবেগের কারণ।
বাংলাদেশে ভাল গান হোক, হতে থাকুক, এই প্রত্যাশা।
ছেলেঃ
একেলা কলসী কাঁখে
জল আনিতে যাও রে কন্যা
দেখিয়া রূপ তোমার
বোবা হইয়া আমি থাকি
মায়া চোখে মারিবারে চাও
ওরে ও কন্যা
মায়া তে মারিবারে চাও ।
মেয়েঃ
ও তুমি কেমন মাঝি
পারো না মন, বুঝিবারে
ওরে ও মাঝি ওরে
থাইকো না আর দুরে দুরে
পারো যদি ভিড়াও ঘাটে নাও
ও, মাঝি রে
পারো যদি ভিড়াও ঘাটে নাও ।
ছেলেঃ
ওরে
যদি তুমি চাও আমারে
পরাণ দিয়া যাও
কিন্না দিবো আমি হাট ঘুরিয়া
ময়ূরপঙ্খি নাও ।
মেয়েঃ
মাঝি তুমি নাও ভাসাইয়া
আমায় লইয়া যাও
ভুইল্যা যাইবার তাল কইরো না
জলের কসম খাও ।
ছেলেঃ
জানো কি তুমি জানো
তোমারে দিয়াছি তো মন
মেয়েঃ
থাইকো না আর দুরে দুরে
ভিড়াও ঘাটে নাও
মাঝি
থাইকো না আর দুরে দূরে
ভিড়াও ঘাটে নাও ।
ছেলেঃ
এই মন অন্তর
প্রেমে মজিলে পর
দু’জনে আসমানে
চাঁদেরই মাঝখানে
সেখানে বাঁন্ধে ঘর ।
তারপর নাই কথা
ভুলে যাই সব ব্যথা
দেখি যে স্বপনে
সুখ মাদুর পাতা ।
ওরে তুমি আমি যখন কাছে
দেখিবে স্বর্গ আছে
জানি সে তো মনে ভাসে
মন যদি ভালোবাসে
জানো কি তুমি জানো
তোমারে দিয়াছি তো মন
মেয়েঃ
থাইকো না আর দুরে দুরে
ভিড়াও ঘাটে নাও
মাঝি
থাইকো না আর দুরে দুরে
ভিড়াও ঘাটে নাও ।
#lyrics
Male
Alone you go, a pitcher on your hip
Fetching water, girl, don’t let me slip
One look at your face, I freeze in place
With those eyes, you're pulling me in
Oh girl, what is this spell you spin?
Female
And who are you, boatman, drifting by?
You can't read what's in my eyes
Oh boatman, hey
Why do you always stay so far away?
If you can, then bring your boat to shore
Oh boatman, take me, I ask no more
Male
If you want my heart, take it whole
I’ll buy you dreams from market stalls
A boat with wings like a peacock’s tail
Just say the word, I’ll set the sail
Female
Boatman, take the boat and row
Take me where I want to go
Forget me not, don’t drift away
Swear it on the water today
Male
Do you even know, can you see?
I’ve already given you all of me
Female
No more staying far from view
Bring your boat close, will you?
Boatman
No more staying far from view
Bring your boat close, will you?
Together
When two hearts fall, it's clear and true
We build our world just me and you
High up where the moonlight stays
That’s where we’ll make our place
Male
No more pain, no more lies
We’ll sleep on dreams with open eyes
When we’re near, it feels so right
Like heaven’s close, and shining bright
You’ll see it if your heart believes
This love is real, not make-believe
Female
No more staying far from view
Bring your boat close, will you?
Boatman
No more staying far from view
Bring your boat close, will you?