Songs and musical hub
Title: | Aguner Bhoy Korina Ami l আগুনের ভয় করিনা আমি |
---|---|
Singer: | Sajal |
Lyricist: | Golam Murshed |
Composition: | Shahid Mahmud |
Music Arrangement: | Shahid Mahmud |
Cinematographer: | Ashik Rahman |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“আগুনের ভয় করি না আমি” শিরোনামের গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর গানটি নিয়ে কিছু কথাঃ
বেশ কয়েক বছর আগে বাংলাদেশের ‘চ্যানেল নাইন’ এর রিয়ালিটি শো “পাওয়ার ভয়েস” এ অংশগ্রহন করা একটা ছেলের, ভিন্ন গ্রহ থেকে ভেসে আসা কন্ঠ, আমার মতো অনেকেরই নজর কেড়েছিলো। তার নাম “সজল”।
পরবর্তীতে সজলের সাথে আমার পরিচয়ের গল্পটা ছিলো এরকমঃ
৫/৬ বছর আগে এক স্টুডিও তে আমার লিখা একটা গানের রেকর্ডিং চলছে। হঠাৎ দেখলাম একদল তরুন সেখানে ঢুকেছে। কর্নারে বসে আমি তখন টিভি দেখছিলাম । এমন সময় সেই দল থেকে একজন বেরিয়ে এসে আমার কাছে এসে জানতে চাইলো, আমার নাম গোলাম মোর্শেদ কিনা।
আমি ‘হ্যাঁ’ বলার সাথে সাথে সে একজন দলনেতার মতো সবাইকে চিৎকার করে ডেকে আমার সামনে জড়ো করলো। এক রকম আদেশ জারি করে বললো, তোরা সবাই উনাকে পায়ে ধরে সালাম কর।
এরপর বলে উঠলো, এই মানুষটার নাম গোলাম মোর্শেদ। আমাদের সবার গান “ভালবেসে চলে যেও না” উনিই লিখেছে । হুকুম তামিল করার জন্য কেউ আর এক মুহূর্তও দেরী করলো না। কিন্তু যে কারণে আমি এতো সব বলছি, সেটা হচ্ছে দলের মধ্যে আমি একজনকে ঠিক চিনে ফেলেছি। । সে হলো power voice চ্যাম্পিয়ন শিল্পী সেই ‘সজল’ ।
আর সেদিনের দলনেতার নাম ছিলো আসাদুজ্জামান রনি। একজন কবি এবং গুণী মানুষ।
এরপরে ছোটভাই তূল্য রনির সাথে আমার দেখা হয়েছে দু’একবার। করোনাকালীন সময়ে একদিন রনিকে আমি জানালাম, “১৯ নম্বর বাস” শিরোনামে করোনা নিয়ে একটা গান লিখেছি। সজল গানটি গাইলে ভাল হয়। কাজ হয়ে গেলো।
সজল কন্ঠ দিলো। দারুন গেয়েছিলো গানটি সজল।
এর অনেক পরে অর্থাৎ এবছর মে মাসে একটি গান লিখে নিজেই পড়ে দেখলাম, এর প্রতিটা লাইনে সজল আছে।
সেই সময়টাতে সুরকার শহীদ মাহমুদ আমার কয়েকটা লিরিকে সুর সৃষ্টির কাজ করছিলো, শিল্পী ফেরদৌস ওয়াহিদ , সাঈদা শম্পা এবং জেনস সুমনের জন্য। কাজগুলো ভাল হচ্ছিলো ।তাই সেদিনই শহীদকে বললাম, সজলকে মাথায় রেখে সুর করো। তবে সুর আমার পছন্দ না হলে চলবে না।
শহীদ তখনই বসে পড়লো সুর করার জন্য। শেষ করার পর মনে হলো , বাহ্ ।
এরপর সজলকে গানটি পাঠানো হলো।
স্টুডিও তে সজল কন্ঠ দিলো। কিন্তু বাসায় ফিরে গানটা বারবার শোনার পর একটা জিনিস মনে খোঁচা দিতে শুরু করলো আমার। মনে হোলো, গানের মুখটার সুর একটু অন্যরকম হলে ভাল হতো। কি যে একটা বিপদে পড়লাম..!
শহীদকে বাসায় ডেকে জানালাম সেকথা। শহীদের মন কিছুটা খারাপ হলেও গানটি নিয়ে তখনই বসে পড়লো । আমার ভাবনাটা শেয়ার করার চেষ্টা করলাম। শহীদ একটার পর একটা সুর আমাকে শোনাতে লাগলো। এক সময়ে হঠাৎ ওকে আমি থামিয়ে দিয়ে বললাম, এই মাত্র যে সুরে গাইছিলে, সেই সুরটাই “ইয়েস”….এটাই আমি চাইছিলাম। সজলকে জানালাম, আরেকদিন আসতে হবে। ও বললো, প্রয়োজনে দশ বার গাইবো ।
সজল নতুন করে ভয়েস দিলো। ফাইনালি যে গানটা তৈরী হলো, সেটা শুনে আমার চেয়েও বেশী খুশী হলো শহীদ মাহমুদ এবং সজল।
শহীদকে সাধুবাদ এই কারণে , মুখের সুর নতুন করে করতে রাজি হওয়ার বিরল মানসিকতা দেখিয়েছে ও।
গানটি নিয়ে আর তেমন কিছু বলার নেই। কারণ গানটি শুনে শ্রোতারা নিশ্চিত বলবেন, সুরকার এবং শিল্পী দু’জনেই তাদের কাজটি করেছে “আবেগের সব গুলো বোতাম খুলে” ।
আগুনের ভয় করি না আমি
তোমাকেই বলছি
আজ আমি নিজেই আগুন
দ্যাখো না জ্বলছি ।
কি দিবে দন্ড প্রেমের
কি দিবে শাস্তি
রায় আমি নিজেই লিখে
ফাঁসিতে ঝুলছি ।
আজ আমি নিজেই আগুন
দ্যাখো না জ্বলছি ।।
বিষাদ ঢেলে দিবে, ভাবছো তুমি
বিষাদের মেঘ হয়ে উড়ছি আমি
উড়ে উড়ে তিমির শিবিরে
হায় নীলাকাশে
গড়েছি শেষে বিষাদের বসতি ।
কি দিবে দন্ড প্রেমের
কি দিবে শাস্তি
রায় আমি নিজেই লিখে
ফাঁসিতে ঝুলছি
আজ আমি নিজেই আগুন
দ্যাখো না জ্বলছি ।।
অমিল তুমি আমি মিলতে গিয়ে
অমিলের যন্ত্রণা বেঁধেছি বুকে
ভালোবাসার ভুল দরিয়ায়
ভরাডুবি শেষে, হয়ে গেছি নিজে
বেদনার পানশি ।
কি দিবে দন্ড প্রেমের
কি দিবে শাস্তি
রায় আমি নিজেই লিখে
ফাঁসিতে ঝুলছি
আজ আমি নিজেই আগুন
দ্যাখো না জ্বলছি ।।
Fire I don’t fear—
This, I declare.
Today, I am the fire—
Don’t you see I blaze!
What retribution can love decree?
What sentence you have in mind?
(But) I’ve written my own verdict,
Hanging from the rope, noosed.
Today, I am the fire—
Don’t you see I blaze.
You will pour melancholy on me you think?
But I’ve (already) become a cloud of grief,
Drifting away to the camp of darkness,
Alas! in the blue sky,
In the end built an abode of sadness.
What retribution can love decree?
What sentence you have in mind?
(But) I’ve written my own verdict,
Hanging from the rope, noosed.
Today, I am the fire—
Don’t you see I blaze.
We don’t fit in to each other
But in trying to do that in vain
Pierced my heart with more pains.
Drowned myself in the wrong ocean of love
I’hv turned into a vessel of grief.
What retribution can love decree?
What sentence you have in mind?
(But) I’ve written my own verdict,
Hanging from the rope, noosed.
Today, I am the fire—
Don’t you see I blaze.