Songs and musical hub
Title: | Emotional Tribute to the Legend Ayub Bachchu l Ki Kore Bolle Tumi |
---|---|
Singer: | Bijoy Mamun |
Lyricist: | Golam Murshed |
Composition: | Lucky Akhand |
Music Arrangement: | Bijoy Mamun |
Cinematographer: | Ashik Rahman |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
কি করে বললে তুমি
তোমাকে হঠাৎ করে
ভুলে যেতে,ভুলে যেতে
কি করে ভাবলে তুমি
আমাদের এতোদিনের
সবই ছিলো পাগলামি ।
তোমাকে বেসেছিলাম ভালো
সেই ভাবনায়
থাকতো পড়ে এ মন
তোমাকে বোঝার সময়
গেছে কখন, গেছে কখন
বুঝিনি আগে ।
আজ হেঁয়ালির সর্বনাশে
স্বপ্নলিপি ছিঁড়ে গেছে
আজ যদি সব বলো মিছে
তোমার কথা মানবো না আমি ।
How could you say
That I should suddenly
Forget you, forget you?
How could you even think
That all these days we shared
Were nothing but foolishness?
I loved you truly,
And in that thought
My heart always stayed.
I never realized
When the time came
To truly understand you.
Today, in the ruin of your carelessness,
The pages of our dreams are torn apart.
And if you tell me now
That everything was a lie,
I will not accept your words.