guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Tor Moto Ek Tui l তোর মতো এক তুই
Singer: Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Tarun Munshi
Music Arrangement: Tarun Munshi
Cinematographer: Moinul Islam
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“তোর মতো এক তুই”শিরোনামের গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর গানটি নিয়ে কিছু কথাঃ

“গান জানালা” চ‍্যানেল থেকে এই গানটি  অবমুক্ত হতে যাচ্ছে আজ  ২১ শে আগষ্ট, ২০২৫ তারিখে, সন্ধ্যা ৬ টায়।

এই গানের শিল্পী সাঈদা শম্পার সাথে, এই গানের কম্পোজার তরুন মুন্সী কে নিয়ে আমি বহুবার গল্প করেছি। 
গল্পের বড়ো জায়গা জুড়ে ছিলো, আমি নিজেই তরুনের লিখা, সুর এবং কন্ঠের একজন ভক্ত ।  এরকম গল্পের সাথে প্রতিবার একটা কথা যুক্ত থাকতো, সেটা হচ্ছে, তরুন একজন সাদা মনের মানুষ । মনের এমাথা ওমাথা জুড়ে সাদা রং বিস্তৃত ছিলো বলে, আমার ভেতরে ওর জন‍্য একটা বিশেষ জায়গা তৈরী হয়ে গিয়েছিলে পরিচয়ের প্রথম  থেকেই।

যাই হোক, গানে ফিরে আসি। প্রায় ৮/৯ মাস  আগে একটা গান লিখে তার নাম দিলাম, ‘তোর মতো এক তুই’।  এই গানের কন্ঠশিল্পী শম্পাকে এমনি দেখার জন্য পাঠালাম গানটি। কেমন হয়েছে, সেটা শোনার জন্য।
দু ঘন্টা পরে সুদুর হিউস্টন থেকে শম্পা  ফোন করে বললো, এটা তরুন ভাই সুর করলে ভাল হয় এবং গানটা আমিই গাইবো।
শম্পা কথাগুলো এমনভাবে বললো যেন হুকুম দিচ্ছে।
যাই হোক, হুকুম তামিল করার জন্য এগিয়ে গেলাম। 
তরুনকে লিরিকটা পাঠালাম। সানন্দে তরুন একটা দারুন ‘তোর মতো এক তুই’ বানিয়ে ফেললো, আগা গোড়া লিরিকে সুর মাখিয়ে।

তরুনের ব‍্যাপারটা এমন যে, সুর করা শেষ হলে, দেশের সবচাইতে ধারালো মিউজিসিয়ানদের মাঝ থেকে গানের জন‍্য উপযোগী কয়েক জনকে নিয়ে বসে যায় সংগীতায়োজনে। সেভাবেই গানটিরও মিউজিক করার প্রস্তুতি চললো।
রিদম প্রোগ্রামিং হাজী বাবু, কি বোর্ড সোহেল আজিজ, মিক্স- মাস্টারিং পিয়াল…. এইসব খ‍্যাতিমানদের হাতে গানটির মিউজিক তৈরি হয়ে গেলো। নিখুঁত বলতে তো কিছু নেই, তাই  এভাবে বলি….খুঁত ধরা কঠিন, এমন একটি দারুন কাজ হয়েছে। তাদের সবার জন্য আমার শ্রদ্ধা এবং ভালবাসা রইলো।

এর মাস দুয়েক পর শম্পা বাংলদেশে এসে পিয়ালের স্টুডিও তে ভয়েস দিলো, তরুনের তত্বাবধানে।

এক কথায় খুব যত্ন করে, শম্পা ভাল গেয়েছে গানটি। অন‍্যভাবে বললে, গানটির প্রতি সুবিচার করতে শম্পা একটুও কার্পণ্য করেনি। 

যারা বিদেশে থাকেন, বেশীরভাগ ক্ষেত্রেই এমন হয় যে, স্বল্প  সময়ের জন‍্য এসে পাহাড় সমান কাজ শেষ করে ফিরে যেতে চান তারা। অনেকের বেলায় কাজগুলো, তাই শেষ করে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। 
কিন্তু শম্পা তার বেলায় সে কাজ দক্ষতার সাথে করে থাকে বরাবর। সেভাবেই এই গানের জন্য তার সে যাত্রায় শ‍্যুটিং এর কাজও শেষ করে গিয়েছিলো শম্পা।

এবার  সিদ্ধান্ত নিলাম, এই মাসে অর্থাৎ আগস্ট ২০২৫ এ গানটি অবমুক্ত করবো।ভিডিও এডিটিং শেষে গানটি যখন শম্পাকে পাঠানো হলো, তখনই বাঁধলো সমস‍্যা…!

শম্পা ভিডিও টি দেখে সাথে সাথে জানালো, তার নিজের করা ভিডিও টি একদম পছন্দ হচ্ছে না….!!!!

খুব মেজাজ খারাপ হলো আমার। শেষ বেলায় এ কেমন কথা….?  আমার মেজাজ খারাপ দেখে শম্পা ঠান্ডা মাথায় আমাকে বুঝিয়ে বললো। বললো, গানের সাথে তার শাড়ি পরে দৃশ্যায়ন গুলো মোটেও যাচ্ছে না।  সেখানেই থেমে থাকেনি শম্পা। এখানে আমাদেরকে  কিছু বুঝতে না দিয়ে, একদিনের মধ্যে আমেরিকায় নতুন করে পুরো গানটা শ্যুট করে পাঠিয়ে দিলো।

আগেরটা এবং পরেরটা এবার তুলনা করে হাল্কা বিচলিত হলাম এবং মনে মনে স্বীকার করে নিলাম, শম্পা সঠিক কাজটিই করেছে….অসম্ভবকে সম্ভব করে। আবারও ভাবলাম, এখানে শম্পা অনেকের চেয়ে আলাদা। 
আলাদা রকম যোগ‍্যতাকে সে বহন করে…!
 
গানটি প্রিয় শ্রোতারা শুনবে এবং আশা করি বলবে, একটা আলাদা রকম ভাল কাজ হয়েছে।

বাংলাদেশে ভাল গান হোক, হতে থাকুক, সাথে এটাও প্রত‍্যাশা।

Lyric

আমি এক জীবনে খুঁজেছিলাম
তোর মতো এক তুই,
সেই এক জীবনের সেই কথাটা
বুঝিস নি নিশ্চয়ই ।
কেউ জানে না, মন তো জানে
এখনো যে সেই কারণে
আমি একটা খালি পাতার বই ।।

তোকে ছাড়া ভিন্ন জীবন
ভাবলেই মন করে বারণ
স্মৃতির- স্নানে লাভ হবে না
তোকে ভেবে দিন যাবে না
সব জেনেও মনে মনে
এখনই যে তোরই সনে
এক বালিশে শুই
আমি এক জীবনে খুঁজেছিলাম
তোর মতো এক তুই ।।

পুরনো দিন, যা চলে যায়
থাকে না দাগ, বিষুব রেখায়
আমার গানের পাগলামীতে
অসম্ভব ফিরবে না সে
না হয় হোয়ে থাকুক না সে
আমার বুকের বাম পাশে তে 
যন্ত্রণার মতোই ।
আমি এক জীবনে খুঁজেছিলাম
তোর মতো এক তুই ।। 



I searched my whole life
For someone just like you,
But those words of my one life
You never really knew.
No one else may understand,
But my heart, it always can—
That’s why even now I remain
An empty book, with no name.

Without you, a different life—
Even the thought feels wrong inside.
Memories can’t wash away the pain,
Thinking of you won’t ease my days.
Still in silence, deep within,
I wish to be with you again,
Sharing one pillow, side by side.
I searched my whole life
For someone just like you.

The old days, they slip away,
Leaving no marks, like the equator’s line.
In the madness of my songs,
The impossible won’t return.
Still, let it stay, let it remain,
Close to my heart, within the pain,
Like a wound that never dies.
I searched my whole life
For someone just like you.