Songs and musical hub
Title: | Tomar Amar Hoyto Kothao l তোমার আমার হয়তো কোথাও |
---|---|
Singer: | Bijoy Mamun & Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Bijoy Mamun |
Music Arrangement: | Bijoy Mamun |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Ashik Rahman |
Label: | Gaan Janala |
“তোমার আমার হয়তো কোথাও” দ্বৈত গানটি নিয়ে গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথা :
প্রায় ২৫ বছর আগের কথা। সবে আমার গান লিখার পর্ব শুরু।
লাকী ভাইকে (আমাদের নীল মনিহার “লাকী আখান্দ”) কথা দিয়েছি , কাজটা যে করেই হোক করতেই হবে। আমার লিখা গান শৈল্পিক বিচারে কেমন হবে , সেসব চিন্তা বাদ দিয়ে এক অকারন আকাংখায় অস্থির হয়ে থাকতাম। গান যখন লিখতেই হবে তখন ডুয়েট গান বানাবো সুযোগ পেলেই।
প্রথম যাত্রায় সেটা হয়ে ওঠেনি।
২য় যাত্রায় কেউ আটকাতে পারেনি।লাকী আখান্দের সুরে আমার লিখা ১২ টা গানের ২য় অডিও অ্যালবাম (ডুয়েট অ্যালবাম) “আনন্দ চোখ” -এ সেটা সেরে ফেললাম। শিল্পীদ্বয় লাকী ভাই নিজে এবং সামিনা চৌধুরী। ইচ্ছের রেলগাড়িটাকে আর থামাতে হয়নি।
সেই লাকী আখান্দ-সামিনা চৌধুরীর “আনন্দ চোখ” , ফাহমিদা নবী-নিপো এর “ইউসুফ জুলেখা”, ফাহমিদা নবী-বাপ্পা মজুমদার এর তুমুল জনপ্রিয় “এক মুঠো গান-১” দ্বৈত অ্যালবামগুলো বাজারে এসে বুঝিয়ে দিলো, একজন নারী কন্ঠ এবং একজন পুরুষের কন্ঠের প্রত্যেকটি দ্বৈত গানের আবেদন কতোখানি চিরন্তন এবং জোরালো।
তারপর মাঝখানের ক’টা বছর একক এবং মিক্সড অ্যালবামের কাজে আটকে পড়েছিলাম।আর এরই মধ্যে পৃথিবীজুড়ে সিডি-ক্যাসেটের বাজার দখল করে নিলো অন লাইন প্ল্যাটফরম গুলো।
হয়ে গেলো প্রতিটা গান একেকটি অডিও এবং ভিডিও অ্যালবামের মতো।
প্রথমে হতাশায় ভাসলেও পরে মনে হোলো , একটা বিস্তৃত নতুন দিগন্ত খুলেছে সঙ্গীতের সাথে জড়িত মানুষদের জন্য। আর দেরী না করে ফের ইচ্ছে রেলগাড়ির পথ তৈরী করে নিলাম সেই নিশানায়।
দ্বৈত গান নিয়েই আবার মশগুল আমি। ভাল লাগছে। বেশ ভাল লাগছে। আর তারই ফলশ্রুতিতে “গান জানালা” এর প্রযোজনায় আমার লিখা আজকের এই গানটি “তোমার আমার হয়তো কোথাও”। সুর এবং সঙ্গীতায়োজন বিজয় মামুনের।
গানটি মানুষকে কতোখানি স্পর্শ করবে , সেটা সময় বলে দিবে। তবে শিল্পীদ্বয় সাঈদা শম্পা এবং বিজয় মামুনের পরিবেশনা আমার মন ভরিয়ে দিয়েছে। গানটি শুনে মিলিয়ে দেখতে পারেন আমার কথাটি এবং হয়তোবা এই দ্বৈত গানটি কারো কারো একাধিকবার শোনার ইচ্ছে জাগলে অবাক হবো না আমি।
গান ভাসবে, গান উড়বে চিরদিন মানুষের অন্তরে এবং বন্দরে
তোমার আমার
হয়তো কোথাও
কিছু একটা ভুল ছিলো
তবুও সত্যি তোমার আমার
সব কিছুতে মিল ছিলো
গান ছিলো প্রাণ ছিলো
জোছনা জলে স্নান ছিলো ।।
ফাগুন ভোরের বাস্পে ভেজা
তোমার আমার মন ছিলো
মন বোঝেনা ভুল হয়েছে
ভুল গুলো সব ঠিক ছিল
ভুল জীবনের ভাঙ্গা ঘরে
তুমুল সুখের টান ছিলো
গান ছিলো প্রাণ ছিলো
জোছনা জলে স্নান ছিলো ।।
হার হয়েছে জিৎ হয়েছে
হার জিৎ খেলা বেশ ছিলো
আমরা দুজন একজনই তো
সেই হিসেবের সায় ছিলো
দুজনেরই এক আকাশে
ভোরের পাখির ডাক ছিলো
গান ছিলো প্রাণ ছিলো
জোছনা জলে স্নান ছিলো ।।