guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Shei To Elam Firey l সেই তো এলাম ফিরে
Singer: Rupankar Bagchi & Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Lucky Aakhand
Music Arrangement: Sajib Das
Cast: Romel & Adrika
Cinematographer: Yamin Elan
Video Edit & Color: Shuvro
Artwork: E - Music
Label: Gaan Janala
Story Behind The Song

“ সেইতো এলাম ফিরে” দ্বৈত কন্ঠের গানটি নিয়ে গীতিকবি গোলাম মোর্শেদের আনন্দ-বেদনার অনুভূতিঃ বাংলাদেশের গানের “নীল মনিহার” লাকী আখান্দ এর সুরে এবং আমার লিখা অপ্রকাশিত বেশ কিছু গান যার পর নাই যত্নে বাক্স-বন্দী করা আছে, আমার কাছে। মাঝে মাঝে একটা দুটো করে বের করি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য। কাজটি করি যখন , অগোচরে তখন থাকে আমার মনে , আকাশ স্পর্শের আনন্দ। সেরকম আনন্দে ভেসে ভেসে একটা ডুয়েট গান তৈরী সম্পন্ন হয়েছে, এই ঈদে প্রকাশের জন্য। কন্ঠ দিয়েছে পশ্চিমবঙ্গের তুমুল জনপ্রিয় শিল্পী “রূপঙ্কর বাগচী” এবং বাংলাদেশের “সাঈদা শম্পা” । ভাল লাগার বাড়তি মাত্রা তৈরী হয়েছে আমার কাছে সে কারণে। ঈদ আসতে হাতে মাত্র একদিন বাকী। তাই গান প্রকাশনা কর্মকান্ডের সাথে আমি সহ যারা জড়িত, বিশেষ করে ইয়ামিন এলেন এর নেতৃত্বে ভিডিওগ্রাফী টিম এর হুলুস্থুল অবস্থা। আজই রিলিজ করতে হবে গানটা। তবে….হঠাৎ করে আজকের তারিখটা যখন মাথায় জায়গা নিলো, কেমন যেন এক বেদনার তারে জড়িয়ে আটকে গেলো আমার সব কিছু, কিছুক্ষনের জন্য। এ গানের প্রাণপুরুষ লাকী ভাইয়ের আজ প্রয়াণ দিবস। কি আশ্চর্য , কেমন করে এটা হলো ? তবে আবার পর মুহূর্তেই মাথা ঝেড়ে বেদনা সরিয়ে ফেললাম। কারণ লাকী ভাইয়ের তো মৃত্যু নেই ! গানে গানে ডানা মেলে ভেসে আসেন তিনি যখন তখন , আমাদের মনের ঘরে। আমাদের বোধের বারান্দায়। এইতো স্পষ্ট দেখতে পাচ্ছি, চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন লাকী আখান্দ। আজকে বের হবে যে গানটি, তার প্রথম লাইনটি গাইছেন তিনি…. “সেই তো এলাম ফিরে”। এর চেয়ে অপার আনন্দ আর কি হতে পারে, আজকের এই দিনে। শিল্পী দু’জন রূপঙ্কর বাগচী এবং সাঈদা শম্পা এবং গানটির সঙ্গীতায়োজক প্রিয় সজীব দাসের জন্য রইলো ভালবাসা এবং শুভেচ্ছা।

Lyric

সেই তো এলাম ফিরে সেই দূরে থাকা সেই ব্যথা পাওয়ার দিন যাবো ভুলে। সেই তো ফিরে এলে সেই কিছু ভুলের সেই আঁখি জলের দিন মুছে দিলে। ভুলে তো যেতে পারি না পারিনা তো সে না পারার, কথা যে তাই দিলাম বলে এই আমাকে, খুব যে ভাল বেসেছিলে। সেই তো এলাম ফিরে দুঃখ মুছে দিলে। ব্যথা পেলে, পুড়ে গেলে স্মৃতিরা তবুও কখনো জানি মরে না সে স্মৃতিরা আলো জ্বেলে স্মৃতিরা ডানা মেলে আনে ভোর, আকাশেরই কিনারে। সেইতো এলাম ফিরে দুঃখ মুছে দিলে। ভালবাসা হয়ে গেলে একেলা তুমি আর এ আমি ভাল থাকি না তো এ জীবন মন বেঁধে নিবো এ জীবন মন বুঝে নিবো, কোনদিন আর যাবো নাতো আড়ালে। সেই তো এলাম ফিরে দুঃখ মুছে দিলে