guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Kar Akashey l কার আকাশে
Singer: Sharalipi
Lyricist: Golam Murshed
Composition: Omit Titu
Music Arrangement: Omit Titu
Cinematographer: Yamin Elan
Video Edit & Color: Shuvro
Artwork: Ashik Rahman
Label: Gaan Janala
Story Behind The Song

 “কার আকাশে” গানটি নিয়ে গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথা :

বাংলাদেশের এ প্রজন্মের হাতে গোনা যে ক’জন শিল্পীর কন্ঠের উপর ভরসা করা যায়, স্বরলিপি নিঃসন্দেহে তাদের একজন। আমার লিখা “কার আকাশে” গানটি স্বরলিপির কন্ঠে আজ মুক্তি পেয়েছে। শিল্পী তার কাজটি নিষ্ঠা এবং নিপুনতার সাথে সম্পন্ন করেছে। আমার ভাল লেগেছে। গানটির সুরকার এবং সঙ্গীতায়োজক অমিত টিটুর সাথে আমি গান-রান্নায় মাঝে মাঝে নিয়মিত ভাবে বসি, মাত্র বছর দেড়েক হোলো।এর মধ্যেই ওর সুর এবং সঙ্গীত তৈরীর মেধা আলো ছড়িয়েছে আমার মনের ঘর-বারান্দায়। গানটি শোনার পর শ্রোতারা বলবেন আশা করি, উপরের কথাগুলো আমি বাড়িয়ে বলিনি। “কার আকাশে” গানটি মানুষের মনে জায়গা করে নিবে, এতটুকু প্রত্যাশা

Lyric

কার আকাশে

মেলে রাখো ডানা

জানি না কোথায়

তোমার ঠিকানা

এই নিখিলে এতো ব্যথা মিলে

তুমি না দিলে , জানা হোতো না।


চেনা এ শহর , খুব চেনা ঘর

ভুলে গেছো তুমি , তারপরে পর

সব ছাড়িয়ে তুমি অচেনা আকাশ

হাত বাড়িয়ে আর ,ছোঁয়া যাবে না

এমন তো কথা ছিলো না।


জানলো নাকেউ , ঢেউ তোলা ঝড়

ভেঙ্গে দিয়ে গেলো, বুকেরই ভেতর

রাত কাঁপিয়ে কাঁদে . স্মৃতি ঘুড়ি চাঁদ

এতো ব্যথা বুঝি তার, চোখে ধরে না

এমন তো কথা ছিলো না।