Songs and musical hub
Title: | Chhu Mantar Chhu l ছু মান্তার ছু |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Bijoy Mamun |
Music Arrangement: | Bijoy Mamun |
Cast: | Tarek Tanz & Jasmin Kobita |
Cinematographer: | Bikash Saha |
Video Edit & Color: | S.M Tushar |
Artwork: | E - Music |
Label: | Gaan Janala |
“ছু মন্তর ছু” গান নিয়ে শিল্পী সাঈদা শম্পার কিছু কথাঃ আমি ভাগ্যবান বটে। সংসার এবং পেশাগত জীবনের কারণে গান গাওয়া হয়নি গত ২৫ বছর বছর। এই লম্বা ফারাকের পর আবার শুরু হোলো গান। শুরু হোলো এদেশের খ্যাতিমান গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের হাত ধরে। অবাক ব্যাপার, প্রায় ঠিক ২৫ বছর আগে ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল কিংবদন্তি সুরকার, আমাদের “নীল মনিহার” লাকী আখান্দ। আমার এ নতুন যাত্রার বয়স হয়েছে বছর খানেকের একটু বেশী। এর মধ্যে ১২/ ১৪ টি মৌলিক গান করে ফেলেছি। বেশ কিছু এর মধ্যে বাজারে এসেছে। সবগুলো গানই মোর্শেদ ভাইয়ের লিখা॥ বিরহ এবং বিচ্ছেদের কথা দিয়ে সাজানো গানগুলো।প্রাণ-ছোঁয়া লিখা সব গান। এবার “ছু মন্তর ছু” তে চলে আসি সরাসরি। গত বছরের প্রথম দিকে মনে মনে ভাবছিলাম, পুরোটা আনন্দে গমগম, প্রেমের দাবিতে ভরপুর একটা গান যদি মোর্শেদ ভাই লিখতো আমার জন্য, কি যে ভাল হোতো….! তবে জ্ঞান খরচ করে ভাবলাম , সেকথা বলা ঠিক হবে না ওনাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এর ঠিক ৩/৪ দিন পরেই মোর্শেদ ভাই নিজে আমার সাথে যোগাযোগ করে বললেনঃ প্রেমে ভরপুর আনন্দের গান আমার লিখায় আসতে চায় না।হঠাৎ মাথায় আসলো, উল্টো কাজটা করে দেখি না, কি দাঁড়ায়। গান লিখে ফেললাম। তুমি গাইবে।” আমার তো বিশ্বাসই হচ্ছিলো না। এও কি সম্ভব ? জলের কথা ভাবতেই তুমুল বর্ষণ।আনন্দে ছাদ ফুটো করে আকাশে উড়তে ইচ্ছে হচ্ছিলো। দেরী না করে , মোর্শেদ ভাই ওনার অনুজপ্রতীম সুরকার বিজয় মামুনকে দিলেন সুর করতে। মামুনকে মনে হোলো , এরকম একটা লিরিকে সুর বসানোর জন্য তৈরী হয়ে ছিলো। চমৎকার সুর।যেন মূহুর্তে কাজটা হয়ে গেলো। শেষে আমার পালা। গেয়ে ফেললাম কোনো কিছু চিন্তা না করেই। কেমন গেয়েছি গানটি, সেটা শ্রোতাদের হাতে দেয়া রইলো। শ্রোতারা গানটি পছন্দ করলে, আমার ভীষণ ভাল লাগা ছাড়াও একটি বাড়তি পাওনা হয়ে যাবে আমার জন্য। সেটা হোলো, মোর্শেদ ভাইয়ের হয়তো এরকম আরো গান লিখার আগ্রহ তৈরী হবে। সব কিছুর পরে বলতে চাই, গানটি নিয়ে আমি আবেগ আর আনন্দে মেতে আছি । শ্রোতাদের জন্য রইলো অফুরন্ত ভালবাসা।