guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ar Amar Deho Choley Na
Singer: Kangalini Sufia
Lyricist: Kangalini Sufia
Composition: Kangalini Sufia
Music Arrangement: Kangalini Sufia
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Ashik Rahman
Label: Gaan Janala
Story Behind The Song

  • নাম ছিলো তার টুনি হালদার। সবাই চেনেন কাঙ্গালিনী সুফিয়া নামে। কিংবদন্তী এ বাউল শিল্পী সাভারেরই বাসিন্দা। সাভারের পৌর এলাকা জামসিংয়ে সামান্য এক টুকরো জমিতে মাথা গোঁজার ঠাঁই তাঁর। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানুষের মুখে মুখে তার গান, হৃদয়ে তার নাম। গানজানালার সাথে একান্ত আলাপে তিনি একদিন সারাদিন ধরে কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিনকে বলেছেন অনেক অজানা কথা, গেয়ে শুনিয়েছেন নতুন পুরনো গান। গ্রামের একটি গানের অনুষ্ঠানে মাত্র ১৪ বছর বয়সে তার সঙ্গীত জীবনের শুরু। মাত্র ১৫ বছর বয়সে সুধীর হালদার নামের একজন বাউলের সঙ্গে তার বিয়ে হয়, যদিও সে বিয়ে বেশিদিন টেকেনি। ওস্তাদ হালিম বয়াতির শিষ্যত্ব গ্রহণ করেন ১৯৭৮ সালে। সে সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সুফিয়া খাতুন নাম ধারণ করেন। তার গুরু দেবেন থাপা, গৌর মোহন্ত। কাঙ্গালিনী সুফিয়ার মোট রচিত গানের সংখ্যা প্রায় ৫০০। তিনি রাজ সিংহাসন চলচ্চিত্রে প্রথম কণ্ঠ দেন। গান গাইতে গাইতে এই বরেণ্য শিল্পী ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন ও ভারতে। তাঁর শিল্পীজীবনের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাঁকে সহায়তা করতে গানজানালার এই আয়োজন। শুনুন, দেখুন, প্রিয়জনের জন্য শেয়ার করুন গানজানালার আয়োজনে কাঙ্গালিনী সুফিয়ার কণ্ঠে গান এবং একান্ত সাক্ষাৎকার।+

Lyric
No content found