guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Tumi Ami l তুমি আমি
Singer: Rafiqul Alam & Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Lucky Akhand
Music Arrangement: Sajib Das
Cinematographer: Anand Sarker & Moinul Islam
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Ashik Rahman
Label: Gaan Janala
Story Behind The Song

“তুমি আমি” দ্বৈত গানটি  নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ

প্রথমে এই কথা দিয়ে শুরু করলে শ্রোতাদের ভাল লাগবে এবং বাড়তি ইচ্ছে জাগবে “তুমি আমি”  দ্বৈত গানটি শোনার জন্যে । সেটা হচ্ছে , গানটি সুর করেছেন, আমাদের এই দেশের  গানের “নীল মনিহার” লাকী আখন্দ।
দ্বৈত গানের  একটা আলাদা আবেদন থাকে মানুষের মনের ভিতরে,  যদিও পরিসংখ্যানের হিসেবে একক গানের তুলনায় দ্বৈত গান তৈরীর সংখ্যা বরাবরই বেশ কম।

তবে লাকী ভাই আমাকে প্রচন্ড ভাবে প্রভাবিত করেছিলেন দ্বৈত গান তৈরীর ব্যাপারে। সে কারণে আমরা দু’জন মিলে নিরবে খুব মেতে থাকতাম দ্বৈত গান রান্নার কর্মকান্ডে। আমার সেই মেতে থাকা এখনো বন্ধ হয়নি।

লাকী ভাই  চলে গেছেন পৃথিবী ছেড়ে। আমার কাছে রয়ে গেছে আমাদের দু’জনের তৈরী করা অপ্রকাশিত আরো বেশ কিছু দ্বৈত গান , ঝুলিতে। “তুমি আমি” সেই ঝুলিরই  একটি গান । গানটিতে কন্ঠ দিয়েছেন চির সবুজ কন্ঠের খ্যাতিমান শিল্পী রফিকুল আলম এবং প্রতিভাবান মেধাবী সাঈদা শম্পা ।

একটা ডুয়েট গানের সুর কি পরিমান মিষ্টি আবেগ এবং রোমান্টিকতার আবহ তৈরী করতে পারে , সেটা লাকী আখন্দের  সৃষ্টিকে ছুঁয়ে দেখলেই আন্দাজ করা যায় সহজে।  “তুমি আমি” গানটি এরকমই একটি উদাহরণ হয়ে থাকবে মানুষের মনে, একথা বলতে পারি।  

গানটির শিল্পী দু’জন তাদের অপূর্ব গায়কীতে গানটির  প্রতি সঠিক সুবিচার করেছেন, একথা বলতে আমার কোনো দ্বিধা নেই । বাকীটা শ্রোতাদের জন্য রেখে দিলাম।

Lyric

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

এ জীবন, নিবিড় বন্ধন

যেন সুখের কবিতা চিরন্তন

ভালবাসার কবিতা চিরন্তন ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

 

আমি ভোর সূর্য বেলা

তুমি চাঁদেরই ছবি

তোমারই সবুজ ঘরে

আমি যে ফুল মাধবী।

তুমি আমি কাছে নেই, হোলে এমন

কাঁদে আকাশ , কাঁদে বাতায়ন

তুমি আমি যখনই , থাকি পাশে

ফাগুন সারাক্ষণ ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

 

সময় হোলে ফেরারী

স্মৃতির উড়াল পাখীরা

উড়ে উড়ে মেলে ডানা

ছুঁয়ে যায় তার, সুখ ঠিকানা ।

ফেলে আসা সেই দু’জনের

স্বপ্নের দিন , আজও রঙ্গীন

আজও খোঁজে মন , সেই জীবন

স্মৃতিময় বন্ধন ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।

এ জীবন  নিবিড় বন্ধন

যেন সুখের কবিতা চিরন্তন

ভালবাসার কবিতা চিরন্তন

তুমি আমি দ্যাখো না কেমন

দু’জনে মিলে হয়েছি একজন ।