Songs and musical hub
Title: | Amrai To Bangladesh l আমরাই তো বাংলাদশ |
---|---|
Singer: | Bappa Mazumder & Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Antu Gulandaz |
Music Arrangement: | Antu Gulandaz |
Cinematographer: | Anand Sarker |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“আমরাই তো বাংলাদেশ” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর কিছু কথাঃ
এদেশে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিলো ১৯৭১ এর মুক্তিযুদ্ধের অনেক বছর আগে থেকেই। সেই দিনগুলো ছাপিয়ে ১৯৭১ সালের ২৫ শে মার্চের কথা দিয়ে শুরু করি । আমি তখন স্কুলে নবম শ্রেনীর ছাত্র । রাত ১২ টার দিকে হঠাৎ বৃষ্টির মতো মেশিন গানের ভয়ংকর একটানা শব্দ । সারা ঢাকা শহর থরথর করে কাঁপছে । বুঝতে দেরী হোলো না, পাকিস্তানের হানাদার সামরিক বাহিনী পরিকল্পনা মাফিক “হত্যাযজ্ঞে” রাস্তায় নেমেছে। তারপরের ঘটনাবলী হচ্ছে ৩০ লক্ষ মানুষ হত্যা, ২ লক্ষ মা বোনকে ধর্ষণের করুন চিত্র কাব্য। আর এর উল্টো পৃষ্ঠার কাহিনী হচ্ছে এরকম ,বাংলাদেশের মানুষ সেই তান্ডব লীলার মাঝেও থেমে থাকেনি। বুকের ময়দানে প্রতিবাদের আগুন জ্বালিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো দেশ স্বাধীন করবার জন্য, বাংলার মানুষ। এই যুদ্ধ আমাদের অনেক কিছু নিয়ে গেছে। তবে দিয়ে গেছে আজন্ম স্বপ্নের “স্বাধীনতা”। আর মানুষকে শিখিয়ে গেছে , জেগে ওঠার সাহস। বাংলাদেশ এখন কেবলমাত্র একখন্ড জমিন নয়।এদেশ এখন অফুরান এক চেতনার নাম। তাই এদেশের প্রতিটা মানুষই এখন একেকটা সোনার বাংলাদেশ। জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং সাঈদা শম্পার গাওয়া “আমরাই তো সোনার বাংলাদেশ” দ্বৈত গানটিতে সেকথাই স্পষ্ট ভাবে বলার চেষ্টা করা হয়েছে। শিল্পী দু’জনই সেই চেতনা এবং আবেগকে বুকে ধারণ করে প্রাণ ঢেলে গানটিতে কন্ঠ দিয়েছেন। আর পেছনের কুশলী কারিগর হচ্ছে এর সুরকার এবং সঙ্গীতায়োজক অন্তু গোলন্দাজ । দারুন কাজ করেছে অন্তু। দেশকে নিয়ে একটা ভাল গান তৈরীতে আমার সম্পৃক্ততা ছিলো, সেই ভাবনার মধ্যে আমারও অনেক ভাল লাগা আছে। বাকীটা শ্রোতা দর্শকের কাছে দিয়ে রাখলাম।
দু:খ বিছানো মলিন আকাশে
কালো রঙ মাখে, মেঘের পালক
সেই কালো রঙ ভাঙ্গি তুফানে
ছড়িয়ে আলোর বিজলী চমক।
আমরাই তো সোনার বাঙলাদেশ
আশার মশাল দু’হাতে
আমরা সাহস , সূর্যেরই চোখ ।।
স্বপ্ন খরায়, মিথ্যে কথার জোয়ারে
সত্য যদি যায় দুরে ভেসে
বুনো হাওয়াতে, স্রোতের বাঁকা ঢেউ
দিবো থামিয়ে , পাহাড় হোয়ে এসে ।
অবাক জাগরনে, সত্য-প্রাণের
ফের হবে যোগাযোগ ।
আমরাই তো সোনার বাঙলাদেশ
আশার মশাল দু’হাতে
আমরা সাহস , সূর্যেরই চোখ ।।
সবুজ যদি, নাই ধরে আজ ফসলে
শস্য-দানার চোখে ধূলো পড়ে
গাইবো তখন , বৃষ্টি ঝরার গান
পাকা ফসলে, উঠোন যাবে ভরে ।
শ্রাবণ ইশারাতে , সবুজের সাথে
ফের হবে যোগাযোগ ।
আমরাই তো সোনার বাঙলাদেশ
আশার মশাল দু’হাতে
আমরা সাহস সূর্যেরই চোখ ।