Songs and musical hub
Title: | Lal Signal l লাল সিগনাল |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Rupok Akondo |
Music Arrangement: | Rupok Akondo |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Ashik Rahman |
Label: | Gaan Janala |
“লাল সিগনাল” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মের্শেদের কিছু কথাঃ
এই গানটি সুর এবং সঙ্গীতায়োজন করেছে রূপক আকন্দ। রূপক আমার সন্তানের মতো। একজন আগাগোড়া সুরের মানুষ।একদিন ফোন করে জানালো, ওর কাছে থাকা আমার একটা লিরিকের উপর অন্যরকম মজার একটা সুর করেছে। মহা আনন্দ তার !
পরের দিন এসে রূপক গানটা শোনালো। মজা পেলাম আমিও। তবে কিছুটা ভারী কথার উপর মজার গান বানিয়েছে, এটা ভেবে আরো ভাল লাগলো। দেরী না করে রূপক বললো, এটা শম্পা আপু গাইলে ভাল হবে।
হ্যাঁ, গানটাতে সেই অনুযায়ী কন্ঠ দিয়েছে শম্পা, অর্থাৎ শিল্পী সাঈদা শম্পা। এই গেলো এক বছরে শম্পা আমার লিখা অনেক গুলো মৌলিক গান গেয়েছে। এর মধ্যে একটা জিনিস বোঝা গিয়েছে যে, শম্পার গলায় বহুমাত্রিক ব্যাপারটা বেশ বিদ্যমান। ভিন্ন ভিন্ন ঘরানার গান গাওয়ার বিষয়ে শম্পার কন্ঠ বেশ সাবলীল। “লাল সিগনাল” গানটি গাওয়ার পর শিল্পী সম্পর্কে আমার এ ধারণা আরো পোক্ত হয়েছে। শেষের কথা , শ্রোতারা গানটিতে ভিন্ন রকম স্বাদ খুঁজে পাবেন, এরকম প্রত্যাশা আমার।
লাল সিগনাল জ্বালিয়ে দিলাম
সময় তোমার থামাও রেলগাড়ী
তোমার এতো কিসের তাড়া
এই সবে ভাসালাম তরী
থামাও ইঞ্জিন, দেবো না যেতে
বাকী আছে সাধ, হবে মেটা তে
আরও দেখা বাকী, নক্ষএ নদী
প্রিয় কবিতা, প্রিয় ফুল গুলি
সময় হেসে বলে মানবো না কথা
সময় তুমি কি, নিজেই বিধি
কোথায় তোমার শুরু, শেষ ঠিকানা
কে বলে দিবে তা, নেই তো জানা
এতো প্রেমে বাঁধা, এই পৃথিবী
কি করে বলো, এই বাধন ছাড়ি