guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Tumi Ashle Na l তুমি আসলে না
Singer: Yesmin Labonno & M.A Momin
Lyricist: Salahuddin Sagar
Composition: Antu Gulandaz
Music Arrangement: Antu Gulandaz
Cinematographer: Shwapan
Video Edit & Color: Md Sabbir Bokthier
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

কণ্ঠশিল্পী এম এ মোমিন এবং ইয়াসমিন লাবণ্য এর দ্বৈত কণ্ঠের “তুমি আসলে না” গানটি নিয়ে  gaan janala এর পক্ষ থেকে  গান জানালা এর  চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা :

যে সময়টায় হৈ চৈ , রই রই , ভাঙচুর-চানাচুর ইত্যাদি বিষয়ক কোলাহলে মুখর গানের রাজ্য , তখন হঠাৎ করে একটি নির্মল প্রেমের লিরিক এবং আনন্দ-বেদনা মিশ্রিত মিষ্টি রোমান্টিক সুরে তৈরি কোনো গান ভেসে আসলে , হৃদয়কে নিঝুম আনন্দে ভিজিয়ে রাখে।
“তুমি আসলে না” এমনই একটি গান।

এই গানে , মোমিন এবং লাবণ্য দুজনের সুললিত কণ্ঠ শ্রোতাদের কাছে যথাযথ ভাবে আদৃত হবে বলে আমার বিশ্বাস।

শেষে , একথা বলার অপেক্ষা রাখে না, গীতিকার সালাউদ্দিন সাগর এবং সুরকার অন্তু গোলন্দাজ তাঁদের কাজটি ভীষণ দক্ষতার সাথে সম্পন্ন করেছেন।

শ্রোতাদের জন্য রইলো অশেষ ভালবাসা।

Lyric

আমার ভিতরে এক কোটি বছর

করছে কষ্ট হাহাকার

ভালোবেসে অতি, পাই নি অনুভুতি  

হারিয়েছি তোমার অধিকার

তোমার আসার কথা ছিলো তুমি আসলে না

আমিই শুধু ভালোবেসেছি

তুমিতো বাসলে না ।


চোখগুলো নদী

স্মৃতির নৌকো ভাসাই অজানাতে

পাই নি তোমার দেখা

ফুলগুলো সব শুকিয়ে গেলো হাতে

কথা না রাখার অপরাধে তুমি ফাঁসলে না

আমিই শুধু ভালোবেসেছি

তুমিতো বাসলে না ।


শূন্য ঠিকানাতে হারিয়ে যাওয়া প্রেমটুকু খুঁজে যাই  

তোমায় ভুলে যাওয়া এ যেন

নিজের সাথে নিজের লড়াই

মন রাঙিয়ে চলে গেলে আমায় ভাবলে না

আমি শুধু ভালোবেসেছি

তুমি তো বাসলে না ।