guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Pakhi Daka Bhorey l পাখি ডাকা ভোরে
Singer: Khalil Ahmed
Lyricist: Khalil Ahmed
Composition: Antu Gulandaz
Music Arrangement: Antu Gulandaz
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

শিল্পী “খলিল আহমদ”  সাহেবের এর কণ্ঠে “পাখি ডাকা ভোরে” শিরোনামের গানটি নিয়ে  gaan janala এর পক্ষ থেকে  গান জানালা এর  চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা :

সুন্দর কণ্ঠে , আনন্দ- বেদনা দোলানো একটি নির্মল গানের আবেদন চিরন্তন, কণ্ঠশিল্পী খলিল আহমদের  গাওয়া এই গানে সেই শ্বাশত সত্যের ব্যঞ্জনা আছে, সেকথা বলা যেতে পারে।

এই গানের গীতিকবি কণ্ঠশিল্পী খলিল আহমদ নিজেই। গানটির কথা এবং সুরকে ভিতরে ধারণ করে, সেভাবে আবেগ ঢেলে গেয়েছেন শিল্পী।

তবে “পাখি ডাকা ভোরে” গানটির পেছনের গল্পের একটা বিশেষ দিক এখানে না উল্লেখ করলেই নয়….
এক জীবনে ডাক্তার হলে পর ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়, আর ইঞ্জিনিয়ার হলে ডাক্তার হওয়াও অসম্ভব ব্যাপার। এটাই বাস্তবতা। দুই ভিন্ন কর্মপথে পৃথক পৃথিবীতে একই সময়ে সফল বিচরণের মানুষ নেই বললেই চলে। তবু দু’একজন তো আছেন। খলিল আহমেদ সাহেব তাঁদেরই একজন।

পেশাগত ভাবে উনি বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের
একজন যোগ্যতম সচিব। পেশাগত এবং সামাজিক দায়িত্ব পালনের  কারণে যারপর নাই ব্যস্ততায় ওনার দিন শেষ হয়।
সেই একই মানুষ স্মৃতিশীল কর্মকাণ্ডে জড়িয়ে আছেন একই রকম দক্ষতা এবং দখল নিয়ে। “পাখি ডাকা ভোরে” গানটির লিরিক ওনার লিখা এবং গেয়েছেনও উনি নিজে। গানের ভিডিও এডিটিংয়ের সময় আমি নিজে ছিলাম আগ্রহ নিয়ে।  ভিডিওতে ওনাকে দেখে আমার একবারও মনে হয়নি উনি গান ছাড়া অন্য কিছু করেন।গান শুনে ভীষণ ভালো লেগেছে, একই মাত্রায অবাকও হয়েছি আমি। ভেবেছি, মানুষই সব পারে। একজন যোগ্য এবং বিস্তৃত শাখার গুণী মানুষ খলিল আহমেদ সাহেবকে জানাই অন্তরের শুভেচ্ছা।

এই গানটির সুরকার অন্তু গোলন্দাজ । অন্তু আমার ছোট ভাইয়ের মতো। ও আমার বেশ কয়েকটি লিখায় সুর করেছে।সুর সৃষ্টির কাজে অন্তু একজন মেধাবী কারিগর। এছাড়া , অন্তু ভীষণ গুছিয়ে কাজ করতে জানে । এই গানটির সুর এবং সঙ্গীতায়োজনেও তার প্রতিফলন আছে যথাযথ ভাবে।

শেষে , শ্রোতাদের জন্য রইলো অশেষ ভালবাসা।

Lyric

পাখি ডাকা ভোরে

আর স্বপ্ন ভাঙ্গা রাতে  

কোকিলের সুরে সুখে আর বিরহ ব্যাথার ঘাতে

তোমায় খুঁজি আমি প্রকৃতির মায়া জালে ।


ঘুঘু ডাকা ভোরে উঠি সজীব হৃদয়ে

শালিক ডাকা বিকেলে বিবর্ণ আমি অন্তরে

তোমায় খুঁজি আমি তেপান্তরের মাঠে ।


গোধূলি লগনে ময়ূর পাখনা মেলে

দুপুরের মিষ্টি রোদে ছড়ানো রঙধনুতে

তোমায় খুঁজি আমি দূরের ওই আকাশে ।