Songs and musical hub
Title: | Reshmi Churi Nil Ghuri l রেশমী চুড়ি নীল ঘুড়ি |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Rupok Akondo |
Music Arrangement: | Rupok Akondo |
Cinematographer: | Anand Sarker |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
১লা বৈশাখ নিয়ে লিখা “ রেশমী চুরি নীল ঘুরি” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর কিছু কথা :
গানটিতে কণ্ঠ দিয়েছে শিল্পী সাঈদা শম্পা।
সুর এবং সঙ্গীতায়োজন করেছে রূপক আকন্দ।
gaan janala এর YouTube channel এবং facebook page-এ অবমুক্ত হয়েছে ১২ ই এপ্রিল ২০২৪ তারিখে।
বহুলাংশে জড়িয়ে থাকা , বেদনা বিদ্ধ এবং অপ্রাপ্তিতে ভরপুর আমাদের এই জীবনে বছরের কিছু কিছু দিন আসে , যে দিন গুলোতে নির্মল আনন্দে আমরা নেচে উঠি, হারিয়ে যাই , ভেসে যাই ইচ্ছে-ভুবনের আকাশে। দুঃখ আছে বিরহ আছে….তাতে কি যায় আসে, এরকম ফুরফুরে ভাবনায়।
পৃথিবীর তাবৎ বাঙালিদের জন্য বাঙলা বছরের প্রথম দিন অর্থাৎ “পহেলা বৈশাখ” সেরকমই একটা দিন।
আর সে নিয়েই “রেশমী চুরি নীল ঘুরি” গানটির আয়োজন।
শম্পার কণ্ঠে মাত্র আড়াই মিনিটের এই গানটি এর মধ্যেই শ্রোতাদের হৃদয়কে মাতিয়ে রেখেছে এবং রাখবে অনেক দিন।
গানের শিল্পী শম্পা সেই কাজটি
দারুণ ভালোবাসা দিয়ে, মুন্সিয়ানার সাথে করেছে।
বাতাসে ধরে নেশা
ধরে যে তুফান
তুফানের খবরে নতুনেরই টান
নতুন মানে সুখের গান
দুঃখের অবসান
তালপাতার বাঁশিতে ধরে সুখের টান ।
তাইরে নাইরে নাইরে নাই
গাই সুখের গান
তাকধুমাধুম তালেরই সুখের আহবান ।।
আহা! কি নদীর জলে
ঢেউয়ে কলোতাল
হেয়ো রে গান ধরে উদাস মাঝির প্রাণ
মনডা মিঠাই সব যে খাই
সাথে খাই খিলি পান
রেশমী চুড়ি নীল ঘুড়ির গল্প অফুরান ।।