guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Jiboner Dame Kena l জীবনের দামে কেনা
Singer: Pantha Kanai
Lyricist: N.I. Bulbul
Music Arrangement: Antu Gulandaz
Composition: Antu Gulandaz
Label: Gaan Janala
Story Behind The Song

শিল্পী পান্থ কানাই এর কণ্ঠে “জীবনের দামে কেনা” শিরোনামের গানটি নিয়ে gaan janala এর পক্ষ থেকে গান জানালা এর চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা : পান্থ কানাইয়ের সাথে আমার সরাসরি কখনো কথা হয়নি। তবে যতটুকু মনে পড়ে (যদি ভুল না করি) , ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিলো আজ থেকে ২৫ বছর আগে । বেইলি রোডে ডিজিটোন স্টুডিওতে। লাকী আখন্দের সুরে আমার লিখা “লিখতে পারিনা কোনো গান তুমি ছাড়া” গানটিতে জেমস voice দিচ্ছিলো। সেদিন জেমস এর সাথে পান্থ কানাই সহ আরও একজন এসেছিল স্টুডিওতে । তার বেশ কিছু সময়ের পরে গ্রীনরোড-পান্থপথ এলাকায় পান্থ কানাইয়ের বাসায় আমি গিয়েছিলাম, ওর জীবনের কোনো এক বিষাদময় দিনে। এসবের কিছুই হয়তো পান্থ কানাইয়ের মনে থাকার কথা নয়। যাই হোক, ভালো লাগছে যে “ জীবনের দামে কেনা” শিরোনামের একটি গান , gaan janala-এর YouTube channel এবং facebook page-এ অবমুক্ত হচ্ছে আসছে ২০ শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা বেলায়। পান্থ কানাইয়ের জন্য রইলো শুভেচ্ছা । একথা বলতে পারি , এস আই বুলবুল এর লিখা এবং অন্তু গোলন্দাজ এর সুরে তৈরী একটি সুন্দর গান হয়েছে। সেই জন্য গীতিকবি বুলবুল এবং সুরকার-সংগীতায়জক অন্তুকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটাও উল্লেখ্য যে , পান্থ কানাইয়ের কণ্ঠে গানটি আরো প্রাণবন্ত এবং অর্থবহ লেগেছে। পান্থ কানাইয়ের সুরেলা দরাজ কণ্ঠের কারণে ওর অনেক শ্রোতা-ভক্তকুল আছে। তবে সামনের দিন গুলোতে সেই ভক্তকূলের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেলে সেটাও হবে খুবই প্রত্যাশিত, এটা আমার বিশ্বাস। শেষে , শ্রোতাদের জন্য রইলো অশেষ ভালবাসা এবং শুভেচ্ছা।

Lyric

আমার ভাইয়ের রক্তে যারা
বাংলার মাটি করলো লাল
ঘৃণার অক্ষরে অক্ষরে
থাকবে তারা চিরকাল
দেখেছে বিশ্ব বায়ান্ন আর একাত্তর
পৃথিবী এঁকেছে ছবি সেই দিনগুলোর
ঐ পতাকা জীবনের দামে কেনা আমাদের
এ দেশ তোমার আমার তিরিশ লক্ষ শহীদের ।

পোড়া লাশের গন্ধে মেতেছিলো ওরা
ভেঙ্গেছে ওরা
দোয়েল কোয়েল শালিক পাখির জোড়া
চাই না আর কোনো যুদ্ধ স্বাধীন বাংলার বুকে
হৃদয়ে বাংলাদেশ ভালোবাসি এই বাংলাকে
ঐ পতাকা জীবনের দামে কেনা আমাদের
এ দেশ তোমার আমার তিরিশ লক্ষ শহীদের ।
নয় মাস যুদ্ধ শেষে পেয়েছি স্বাধীনতা
ইতিহাস যায় বলে, সেই সব দিনের কথা
শুকায় নি আজো কতো মায়ের বুকের ক্ষত
যায় নি উড়ে মায়ের বুক ভাঙ্গা দুঃখ যতো
ঐ পতাকা জীবনের দামে কেনা আমাদের
এ দেশ তোমার আমার তিরিশ লক্ষ শহীদের ।