guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Amader Lal Shobuj
Singer: Rafiqul Alam & Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Music Arrangement: Bijoy Mamun
Composition: Bijoy Mamun
Label: Gaan Janala
Story Behind The Song

“আমাদের লাল সবুজ” গানটি নিয়ে গীতিকার গোলাম মোর্শেদ এর কিছু কথাঃ একটা অক্ষর চোখের সামনে ভাসলে, কারনে অকারনে বুকের ভেতরে বসলে, কেমন যেন একটা হুলুস্থুল শুরু হয়ে যায় মনের সবগুলো কামরায়-বারান্দায়। এই হুলুস্থুল কেবলই ভাল লাগার। সেই অক্ষরটা “বাংলাদেশ”। বাংলাদেশকে নিয়ে গানটা লিখে ফেললাম যখন, এই সামান্য নিজেকে পুরোপুরি সামান্য মনে হোলো না আর , কয়েক মূহুর্তের জন্য। গানটির সুরকার এবং সঙ্গীতায়োজক বিজয় মামুন কিন্তু অসামান্য কাজটি করেছে। লিরিকটা ওর হাতে তুলে দেয়ার পর ১ ঘন্টাও সময় নেয় নি । মনে হয়েছে বিজয় সুর করবে বলেই গানটা লিখা হয়েছে। তবে সবকিছুর উপরের কথা হলো, গানটি সঠিক সাজে সেজেছে, শিল্পী রফিকুল আলম এবং সাঈদা শম্পা গানটির ভেতরে কন্ঠ ঢেলে দেয়ার পর। আর দিয়েছেন অপার আন্তরিকতায়। মুক্তিযুদ্ধের বীর সৈনিক রফিক ভাইয়ের কথা নতুন করে বলার কিছু নেই, তবে সহযোদ্ধা শম্পা কোনভাবেই কম যায় নি, এক কথায় দারুন গেয়েছে। “আমাদের লাল সবুজ” গানটি আপনারা সবাই শুনবেন আশা রইলো। আর গানটি শোনার পর , জলে ভেজা সবুজ এই বাংলাদেশ আর এর মুক্তিযুদ্ধকে একবার স্পর্শ না করে আপনি কোথাও যাবেন না, সেটা বলে দিতে পারি।


Lyric

তুমি ভালবাসতে সবুজ
আমি বাসতাম লাল
তোমার হাতে ছিলো পাল
আমার হাতে ছিলো হাল
আমাদের ছিপছিপে নির্ঘুম নৌকো
আঁধারে খুঁজেছিলো, একটা সকাল।

আমি ভালবাসতাম সবুজ
তুমি বাসতে লাল
তোমার হাতে ছিলো হাল
আমার হাতে ছিলো পাল
আমাদের ছিপছিপে নির্ঘুম নৌকো
আঁধারে খুঁজেছিলো, একটা সকাল।

একদিন সেই এলো সকাল
তোমার সবুজ আর আমার প্রিয় লাল,
সব ফেলে আজ আমি দূরে
হয়ে গেছি আড়াল
বেঁচে আমি রইলাম একা হায়
বীরাঙ্গনা হয়ে চিরকাল।
আমাদের ভুলে নাই, শালবন-তমাল
ভুলে নাই ঝিঙে ফুল, নদীর দু’কুল
কাক-জল দীঘি, মেঘের চাতাল
ফসলের দোলা, চাঁদের মায়াজাল।
তুমি ভালবাসতে সবুজ
আমি ভালবাসতাম সবুজ
আমি বাসতাম লাল