আগুনে পোড়ে এ মন
পোড়ে সারাবেলা।
আমি যেন নিজে দুঃখের ছবি
দুঃখ বহুতলা ॥
বোকা পাখী নয়, ভালবাসা হায়
থাকে না আমার তরে
সুখের হিসেব মেলে সে ভাল
দুই যোগ দুই চারে।
সেই ব্যাকরণ বুঝলো না যে মন
একা তাই পথ চলা।
ফালি ফালি করে কাটলো আমায়
ভাগ্য আরশোলা ॥
চাওয়া আর পাওয়া পৃথক পথে
থাকে দুর ব্যবধানে
সেই সত্যটা বুঝেছি এখন
ব্যথা-বৃষ্টির স্নানে ।
জীবন মাঝি, হারে তাই বাজী
যায় না কিছু বলা
ফালি ফালি করে কাটলো আমায়
ভাগ্য আরশোলা ॥