Songs and musical hub
Title: | Ei Je Amar Monta Vhenge |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Music Arrangement: | Rupok Akondo |
Composition: | Rupok Akondo |
Label: | Gaan Janala |
“এই যে আমার মনটা ভেঙ্গে” গানটি নিয়ে গানের গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ
গত বছর দু’য়েক ধরে আমার লিখা গান নিয়ে আমি যে ক’জন কন্ঠশিল্পীর সাথে কাজ করেছি এবং করছি , তাদের মধ্যে শিল্পী সাঈদা শম্পার নাম তালিকার উপরের দিকেই থাকবে , সঙ্গত কারণে ।
আর সুর এবং সঙ্গীতায়োজন যারা করেছে, তারা সবাই গুনী এবং কাছের মানুষ । এই তালিকাতেও উপরের দিকে যাদের নাম বলতে পারবো অনায়াসে, রূপক আকন্দ তাদের একজন।
সেই কারণে আমার লিখা , রূপকের সুর এবং সঙ্গীতায়োজনে এবং শেষে শম্পা কন্ঠ মিলে প্রচেষ্টাগুলো যখন গান হয়ে উঠেছে, প্রায় সব গুলো গানই ভিন্ন মাত্রা পেয়েছে , যেটা আমার ব্যক্তিগত আবিস্কার।
আর না বল্লেই নয়, গানটির ভিডিও ডিরেক্টর এলান এবং তার পুরো টিমকে বড়ো মাপের ধন্যবাদ জানাই, গানটির সাধারণ কায়দায় সুন্দর চিত্রায়োনের জন্য।
এই তিনজনের মিলিত প্রয়াসে শম্পার যে কয়টা গান তৈরী হয়েছে এবং শ্রোতাদের কাছে পৌঁছোবার অপেক্ষায় আছে, তার মধ্যে প্রথম গান “এই যে আমার মনটা ভেঙ্গে “ আজ মুক্তি পাচ্ছে।
শ্রোতারা একবার গানটি শুনলে , ইচ্ছে জাগতে পারে আরো একবার অথবা একাধিবার গানটি শোনার ,
এই প্রত্যাশায়