guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ekush Maney l একুশ মানে
Singer: Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Music Arrangement: Sajib Das
Composition: Sajib Das
Label: Gaan Janala
Story Behind The Song
No content found
Lyric

একুশ মানে
মহুয়া পাড়ায় ফেলে দু’চোখ
থাকে রাত জেগে
চাঁদের পরী ।
একুশ মানে
বাধাহীন নীলে উড়াল হাজার
অনেক চাওয়ার
স্বাধীনতার ঘুড়ি।
একুশ মানে বারোমাস কৃষ্ণচূড়া
বারোমাস ফেব্রুয়ারি ।।
একুশ মানে
সাদা কালো মিছিল , স্মৃতির গাঙচিল
আর হবে না , বেদনায় ভারী ।
রাখালিয়া সুরে, আজ হবে গান
এক সাথে গলা ছাড়ি ।
একুশ মানে , বারোমাস কৃষ্ণচূড়া
বারোমাস ফেব্রুয়ারি ।।
একুশ মানে
ইচ্ছে কলমে লিখা, কবিতার উল্লাসে
আমার সোনার বাঙলা গড়ি ।
ভাসাই জলে তাই , স্বপ্ন বোঝাই
পাল তোলা সুখের তরী ।
একুশ মানে বারোমাস কৃষ্ণচূড়া
বারোমাস ফেব্রুয়ারি ।।