guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Er Por l এরপর
Singer: Sudeshna Ganguly
Lyricist: Golam Murshed
Composition: Basudeb Ghose
Music Arrangement: Basudeb Ghose
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Ashik Rahman
Label: Gaan Janala
Story Behind The Song

“এরপর” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ

আমার লিখা “এরপর” গানটির সুরকার বাসুদেব ঘোষ । কন্ঠ দিয়েছে সুদেষ্ণা গাঙ্গুলি।

বিগত বছরগুলোতে আমার লিখা অনেকগুলো লিরিকে সুর দিয়েছেন বাংলাদেশের একজন গুনী সুরকার বাসুদেব ঘোষ। ইচ্ছে ছিলো, আরো অনেক অনেক গান তৈরী হবে দু’জনের যৌথ প্রয়াসে।সেই ইচ্ছেকে বাস্তবের ধূলো-হাওয়ায় ভাসিয়ে দিয়ে বাসুদেব নিজেই পৃথিবী ছেড়ে চলে গেলেন ।  চার বছর হয়ে গেছে বাসুদেব নেই।

তার মৃত্যুর বছর দু’য়েক আগের কথা। আমাদের দু’জনের গান তৈরীর কাজ চলছে তুমুল বেগে। প্রতি সপ্তাহে অন্ততঃ একদিন আমরা গান নিয়ে বসতাম। সেরকম কোনো এক দিনে,  হঠাৎ আমাকে বললেন আমার  লিখা সাত আটটি গান উনি আলাদা করে রেখেছেন ভারতের ক’জন গুনী শিল্পীকে দিয়ে গাওয়াবেন। তার মধ্যে সুদেষ্ণা গাঙ্গুলির নামটি বিশেষ করে উল্লেখ করলেন। আমার না বলার কোনো কারণ ছিলো না।

সেভাবে ছয় সাতটি গান ওকে দিয়ে গাওয়ানো হোলো। সুদেষ্ণার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিলো না। গানগুলো গাওয়ার পরও আমরা একে অপরের কাছে আড়ালেই থেকে গেছি আজ অবধি।

কিন্তু তার কন্ঠকে আমি চিনে নিয়েছিলাম, যখন ও কলকাতার জনপ্রিয় টিভি প্রোগ্রাম
“সা রে গা মা” তে বেশ ক’বছর আগে প্রথম হয়েছিলো। তার কন্ঠের মেধাকে একই মাত্রায় কাজে লাগিয়েছে, আমার লিখা এবং বাসুদের সুরে তৈরী গানগুলোতে। সেই ভান্ডারের একটি গান  হচ্ছে “এরপর” ।

“গান জানালা” ডিজিটাল প্ল্যাটফরম থেকে
সদ্য বের হওয়ার গানটি শ্রোতাদের হৃদয়কে
আরাম দিবে এবং সে আরাম বারবার নিতে চাইবেন, সেকথা নির্দ্বিধায় বলতে পারি

Lyric

এরপর আর কিছু নেই
নেই তো কিছু হারাবার
না রেখে কোনও অভিযোগ
এই তো সময়
নিজেই চলে যাবার
এরপর আর কিছু নেই।।

তবু পিছনের টানে
মেঘ ভাঙ্গা কোন মুষল শ্রাবণে
তুমি পিছু ডেকো না
সেই কবে নিরবে
এই মরে যাওয়া আমি
পিছু ডাক শুনে
 যদি জেগে উঠি আবার
এরপর আর কিছু নেই
নেই তো কিছু হারাবার।

তুমি স্মৃতিরো জালে
পড়ে থাকা কোন অবুঝ বিকেলের
কথা মনে রেখো না ।।
সেই ব্যথা বরষায়
এই চোখে মেখে  আমি
যাবো চলে দূরে
খুঁজে তুমি পাবে না আর
এরপর আর তো কিছু নেই
নেই তো কিছু হারাবার
না রেখে কোনও অভিযোগ
এই তো সময় নিজেই চলে যাবার।