guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Jege Otho Lelin l জেগে ওঠো লেলিন
Singer: Fakir Alamgir
Lyricist: Golam Murshed
Composition: Basudeb Ghose
Music Arrangement: Basudeb Ghose
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Ashik Rahman
Label: Gaan Janala
Story Behind The Song

“জেগে ওঠো লেলিন” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর কিছু কথাঃ

আমার লিখা গানটি সুর করেছেন  বাসুদেব ঘোষ এবং কন্ঠ দিয়েছেন ফকির আলমগীর। গানটি আজ বেরুচ্ছে, কিন্তু অবাক করা বাস্তবতা হোলো এই যে, গানটির সুরকার এবং শিল্পী দু’জন মানুষই এখন আর এই পৃথিবীতে নেই। ওনাদের পদচারনায় এই বাঙলাদেশ আর মুখর হোয়ে উঠবে না কোনদিন।

সুরকার বাসুদেব প্রয়াত হয়েছেন বছর চারেক হোলো। এর আগের পাঁচ সাত বছর আমরা একসাথে কাজ করেছি। প্রতি সপ্তাহে অন্ততঃ একবার আমরা বসতাম কথা আর সুর নিয়ে।বাসুদেব সব সময় চাইতেন , আমি যেন মানুষ এবং মানুষের সংগ্রামর ইতিহাস নির্ভর গান লিখি। ওনার আগ্রহেই সেরকম বেশ কয়েকটি গান দাঁড়িয়ে গেলো। তারই মধ্য “জেগে ওঠো লেলিন” একটি গান। প্রশ্ন আসলো কে গানটি গাইবে।বাসুদেব এক কথায় বলে দিলেন ফকির আলমগীরের কথা। একুশে পদক প্রাপ্ত , মানুষের গানে মানুষের মনে ঝাঁকুনি দেয়া কন্ঠস্বর খ্যাতিমান শিল্পী ফকির আলমগীরের কথা বলতেই দ্বিতীয় চিন্তার না করেই আনন্দের সাথে সায় দিলাম আমি । গানটি রেকর্ড হোয়ে গেলো।সেদিন প্রথম ওনার সাথে পরিচয় হোলো। খুব সরল সাদামাটা মানুষ। এভাবেই চিনলাম ওনাকে। আমার লিরিক খুব পছন্দ করলেন। বললেন, আমার লিখায় অনেকগুলো গান গাইবেন।কয়েকটি  গান হোয়ে গেলো এক মাসের মধ্যে। তবে অনেকগুলো গান হবার আগেই করোনার ভয়াল থাবা ফকির আলমগীরকে পৃথিবীর
সীমান্তের বাইরে নিয়ে গেলো নিশ্চুপে।

আজ চলে যাওয়া দু’জনের কথা মনে করে মন ভীষণ ভারী লাগছে।

মহান অক্টোবর বিল্পব মানুষের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দলিল। এর নেতৃত্ব দিয়েছেন লেলিন, সারা পৃথিবীর মানুষের  সংগ্রামর অবিসংবাদিত কন্ঠস্বর।যুগে যুগে দেশ দেশান্তরে  সব সময়ের জন্য একজন লেলিনকে আমাদের প্রয়োজন। সেই বার্তা  নিয়ে এই গান তৈরী।

বাকীটুকু শ্রোতাদের উপলব্ধির জমিনের উপর রেখে দিলাম।

Lyric

ভেঙ্গে ফেলো রাজপথ
বহুতলা ইমারত
জ্বালাও আগুন চারিদিক
স্বাধীনতা মরে গেছে
মানুষতো রয়ে গেছে
দাসত্ব শৃঙ্খলে ধিক্ ধিক্
 জেগে ওঠো লেলিন
জেগে ওঠো বলশেভিক
আমরা আবার হবো
হবো হবো হবো
তোমার সৈনিক।

ঘুরায় যে পৃথিবী আজও
চেনা নমরুদ
মানুষের কমে না দেনা
বাড়ে শুধু সুদ
হাতে চাই আর
জাগরণের নতুন লিরিক
হাতে চাই হারিয়ে যাওয়া
পথেরও দিক।

মৃত্যু যে বড় সস্তা
সস্তা হাহাকার
দামী শুধু শান্তির
মিথ্যা সেমিনার
হাতে চাই আর
জাগরণের নতুন লিরিক
হাতে চাই হারিয়ে যাওয়া
পথেরও দিক।