Songs and musical hub
Title: | Kotota Debey Kotota Nebey l কতোটা দেবে কতোটা নেবে |
---|---|
Singer: | Neepo |
Lyricist: | Golam Murshed |
Composition: | Neepo |
Music Arrangement: | Neepo |
Video Edit & Color: | Ashik Rahman |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“কতোটা দেবে কতোটা নেবে”গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মের্শেদের কিছু কথাঃ
গানটির কণ্ঠশিল্পী ‘নিপো’ কে নিয়েই শুরু করি।
গান জানালা এর ব্যানারে মাস দুয়েক আগে আমার লিখা একটি গান ‘একটি কবিতা’ বের হয়েছিলো। শিল্পী সাঈদা শম্পা গানটিতে কণ্ঠ দিয়েছিলো। আর সুর এবং সঙ্গীতায়োজন করেছে যে মানুষটি, সেই হচ্ছে এই নিপো। গানটির ভিডিও এর সাথে বরাবরের মতোই আমার কিছু কথা যুক্ত ছিলো।
গানটি নিয়ে যা কিছু লিখেছি, তার বহুলাংশ জুড়েই ছিলো নিপো ।
‘কতোটা দেবে, কতোটা নেবে’ এর বেলাতেও নিপো কে নিয়ে আবার কিছু কথা না বলে পারছি না। এটুকুই বলবো আমাদের এই দেশের সংগীত কর্মকাণ্ডে নিপোর সক্রিয় ভাবে সম্পৃক্ত থাকা দরকার ছিলো। কিন্ত নিপো ঠিক উল্টো কাজটিই করেছে।
শিল্পী ফাহমিদা নবী এবং নিপো এর দ্বৈত কণ্ঠে ‘ইউসুফ জুলেখা’ শিরোনামের একটি অডিও অ্যালবাম “নাপিন মিউজিক” এর ব্যানারে এসেছিলো আজ থেকে ২২ বছর আগে অর্থাৎ ২০০২ সালে।
‘কতোটা দেবে কতোটা নেবে’ গানটি সেই অ্যালবাম এরই একটি গান । সেই সময় এদেশের গান-বোদ্ধাদের মনে ভীষণ ভাবে নাড়া দিয়েছিলো নিপোর কণ্ঠ । ওর গলা এবং ভিন্ন ধরনের গায়কীকে তখনকার প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী এবং মিউজিশিয়ানরাও প্রশংসা করেছেন খোলা মনে। তবে এতো বছর পেরিয়ে গেলো, এরপর নিপোর কণ্ঠে আর একটি গানও বাজারে আসেনি।নিপো আর গান গাইলো না। সংগীত মহলে নিপোর সাথে আমার ঘনিষ্ঠতার কথা সবাই জানে। ওকে গানে ফিরিয়ে আনার ব্যাপারে আমার সব প্রচেষ্টাই বিফলে গিয়েছে। আমার এবং নিপোর গলার ভক্তদের সেই আফসোস কখনোই যাবার নয়।
গানটির কথায় ফিরে আসি। গানটি উপরে উল্লেখিত অ্যালবামের একটি গান।
এতদিন পর আজ আবার ‘গান জানালা’ এর ব্যানারে বাজারে আসছে নিপোর কণ্ঠের এই গানটি । এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, গানটির সঙ্গীতায়োজন করেছেন আমাদের সবার সম্মানিত, খ্যাতিমান ‘মানাম আহমেদ’। গানটির সুর করেছে নিপো নিজে।
শেষ কথা, “কতোটা দেবে কতোটা নেবে” গানটি বিশেষ করে এই প্রজন্মের প্রিয়-শ্রোতারা যখন শুনবেন, বিশ্বাস করি, সবাই বুঝতে পারবেন, নিপোর আর গান না গাওয়ার জন্য আমার আফসোসের কারণ।
শ্রোতাদের জন্য শুভেচ্ছা রইলো।
কতোটা দেবে
কতোটা নেবে তুমি
আমার কাছে
সে হিসেব ছিলো না কখনো
আমি শুধু ভালবাসার নীল জমিনে
গড়েছি আমার আকাশ
সেখানে তারায় তারায়
অনেক জোছনায়
আমি যে পাই খুঁজে তোমাকে ।।
এই সাদামাটা মন
প্রহরে প্রহর বেঁধে
দেখো না কেমন করে
তোমার ছোঁয়াতে
শুধু স্বপ্ন বাড়ায় ।
তাতে কিছু ভুল যদি দুঃখ জমায়
সে কথা জানতে আমি
চাইনি তো কখনও ।।
এই পথে রাঙা ভোর
আঁধারে আলোর মোহর
জীবনের অথৈ নদীর
জোয়ার ভাটাতে
তুমি সঙ্গী আমার
যদি চলে যাও
তবু স্মৃতির শিকল
সহজে ছিঁড়তে আমি
পারবো না কখনো ।।